একটা চমকে দেওয়ার মতো খবর Mynation.com সূত্রে সামনে আসছে। খবর এই যে দুজন হিন্দু বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাদের ধর্ম পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। মেয়ে দুটির বাবা Mynation কে জানিয়েছেন, যে উনার দুটি কন্যা বিনীতা ঠাকুর, পরি ঠাকুর(নাম পরিবর্তন)। কিছু মুসলিম যুবক নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে এলাকার মেয়েদের লাভ জিহাদে ফাঁসানোর চেষ্টা করতো। কন্যাদুটির বাবা জানিয়েছেন যে মুসলিম যুবকদের আসল পরিচয় জানার পর মেয়েরা সম্পর্ক করতে প্রত্যাখ্যান করে।
কিন্তু মেয়ে দুটির বয়স কম হওয়ায় তাদেরকে জোর করে ভয় দেখিয়ে ধর্মান্তরকরণ করানো হয়। ১১ ই মার্চ থেকে মেয়েদুটি নিখোঁজ হয়, অনেকে চেষ্টার পর জোড়াবাগান পুলিশ স্টেশন একটা মেয়েকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। মেয়েটি উদ্ধার হওয়ার পর যা তথ্য জানায় তা অবাক করার মতো। মেয়েটি জানায় যে তাকে জোরে করে শাহবাজ আহমেদের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। মুসলিম ম্যারেজ রেজিস্টারতে মেয়েটির বয়স ১৯ বছর লেখা হয়েছিল যদিও মেয়েটির আসল বয়স ১৭ বছর।
তবে এখনো অবধি বড় মেয়েকে রক্ষা করা যায়নি বলে খবর। মাই নেশন এর তরফ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে মেয়র বাবা পুরো ঘটনাটি খোলাখুলি বলেছেন। মেয়ের বাবা জানান যে বড় বাজারের এক মসজিদে মেয়েদুটিকে জোর করে মুসলিম যুবকদের সাথে নিকাহ করিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে পাকিস্থান থেকে এমন ধরনের খবর সামনে এসেছিল যাতে পুরো দেশে চর্চা শুরু হয়ে গেছিল। কিন্তু কলকাতার এই ঘটনা নিয়ে সবাই নিশ্চুপ কেন তাই নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই খবর Mynation.com থেকে নেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HSaboH
Bengali News