লোকসভা ভোটের আগেই এটাই তৃণমূলে সবথেকে বড় ভাঙন। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলে ভাঙন ধরছে। সাংসদ, বিধায়ক এর আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার প্রচুর পরিমাণে কর্মী সমর্থকেরাও তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে।
লোকসভা ভোটের আগে তৃণমূলকে চারিদিক থেকে ভেঙে ক্রমশই এরাজ্যের প্রধান শক্তি হয়ে উঠে আসছে বিজেপি। আজ ইসলামপুরের পাঞ্জিপাড়ায় একটি পথসভার আয়োজন করেছিল বিজেপি। ওই পথ সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ জেলার অন্যান্য নেতারা।
আর এই পথসভাতেই বড়সড় ভাঙন ধরে তৃণমূলে। তৃণমূলের বিভিন্ন সংগঠন থেকে ১০ হাজার কর্মী সমর্থক এদিন নাম লেখান বিজেপিতে। লোকসভা ভোটের আগে জেলায় এই দলবদল অনেকটাই শক্তি বৃদ্ধি করলো বিজেপির।
এমনিতেই সব সমীক্ষায় এই কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রাখছে। রায়গঞ্জের বর্তমান সাংসদ মহঃ সেলিমকে হারিয়ে এই আসন বিজেপির হাতে যাচ্ছে বলেই খবর। আর ভোটের আগে তৃণমূলের এই ভাঙন স্পষ্ট করে দিলো যে, এই আসনে বিজেপি ছাড়া আর কেউ জিততে পারছে না।
দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল অঞ্চল কমিটির সমরকাঞ্জি লাল বলেন, ‘তৃণমূল কংগ্রেসের জন্ম থেকেই আমরা তৃণমূলে ছিলাম। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের মধ্যে নীতি দিনদিন হ্রাস পাচ্ছে। দলটা স্বৈরাচারী হয়ে উঠেছে। এরজন্যই আমরা ১০ হাজার কর্মী মিলে তৃণমূল ছাড়লাম।”
বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, ‘তৃণমূল দিনদিন অগণতান্ত্রিক হয়ে উঠছে। দলে যেমন কোন শৃঙ্খলা নেই, তেমনই রাজ্যেও আইন শৃঙ্খলা নেই। দলে এখন কাজের লোক বাদে সব খাওয়াখাওয়ির মানুশে ভরে গেছে। তাই নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে তৃণমূল কর্মীরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপিতে যোগদান করলেন।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2JZXUAn
Bengali News