তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই অকাল হোলিতে মেতে উঠেছে অর্জুন অনুগামীরা। বিজেপিতে যোগদানের দুঘন্টার মধ্যে তোলপাড় শুরু ভাটপাড়ায়। শোনা যাচ্ছে পুরসভার ২২ জন কাউন্সিলর যোগ দিতে চলেছেন বিজেপিতে। মোট ৩৫ জনের মধ্যে ২২ জন বিজেপিতে যোগ দিলে পুরসভাও হাতছাড়া হবে তৃণমূলের।
আরেকদিকে তৃণমূলের একটি পার্টি অফিসও দখল করে নিয়েছে অর্জুন অনুগামীরা। বিজেপিতে যোগদানের পরেই ভাটপাড়ার তৃণমূলের কর্মীরা গেরুয়া আবির মেখে উল্লাস করছে। শোনা যাচ্ছে অর্জুন অনুগামীরা পুরসভা ঘিরে ফেলেছে। পুলিশ ও সামাল দিতে ব্যার্থ বলে জানা যাচ্ছে।
একসময় শাসকদল সিপিএম এর চোখ রাঙানি সহ্য করে নিজের ক্ষমতায় এসেছিল অর্জুন সিং। আজ সেই অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে যোগ দিলেন বিজেপিতে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন উনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2u7bW8I
Bengali News