নির্বাচন যত সামনে আসছে দেশের রাজনৈতিক আবহাওয়া ততই গরম হয়ে উঠছে। ২০১৪ এর নির্বাচনের আগে ঠিক যেমন ভাবে অবিজেপি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছিল। এবছরও ঠিক তেমনটাই ছবি দেখা যাচ্ছে।
মঙ্গলবার এরাজ্যে তৃণমূল আর সিপিএম ছেড়ে দুই বিধায়ক এবং এক সাংসদ যোগ দেন বিজেপিতে। আর আজ তৃণমূলের বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এবার রাজ্য রাজনীতি বাদ দিয়ে দেশের রাজনীতিতেও দল বদলের পালা ঘটছে।
Delhi: Congress leader Tom Vadakkan joins Bharatiya Janata Party in presence of Union Minister Ravi Shankar Prasad. pic.twitter.com/7AtbF2QfHj
— ANI (@ANI) March 14, 2019
একদা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা তথা কংগ্রেসের মুখপাত্র Tom Vadakkan আজ যোগ দিলেন বিজেপিতে। বিজেপির কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাত ধরে উনি আজ বিজেপিতে যোগ দিলেন। উনি বহু বছর ধরেই কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন।
Tom Vadakkan: I left Congress party because when Pakistani terrorists attacked our land, my party's reaction to it was sad, it hurt me deeply. If a political party takes such a position that is against the country then I'm left with no option but to leave the party. pic.twitter.com/8oZYoFRGx4
— ANI (@ANI) March 14, 2019
কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরার পর টম বলেন, ‘ যখন জঙ্গিরা দেশে হামলা করেছিল, তখন কংগ্রেসের প্রতিক্রিয়া আমাকে দুঃখী করেছিল। আর এমি এরজন্যই কংগ্রেস ছেড়েছি। যদি কোন রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সেই দলে আমার থাকার থেকে না থাকা ভালো।”
কংগ্রেস তাঁদের মুখপাত্র Tom Vadakkan এর বিজেপি যোগ নিয়ে দুঃখ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘ওনাকে শুভকামনা জানাই, ওনার দল ত্যাগের দুঃখ হচ্ছে। আমরা চাই ওনার ইচ্ছে পূরণ হোক।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VXRe79
Bengali News