-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ বড়সড় ঝটকা খেলো কংগ্রেস! রাহুলের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই নেতা

- March 14, 2019

নির্বাচন যত সামনে আসছে দেশের রাজনৈতিক আবহাওয়া ততই গরম হয়ে উঠছে। ২০১৪ এর নির্বাচনের আগে ঠিক যেমন ভাবে অবিজেপি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছিল। এবছরও ঠিক তেমনটাই ছবি দেখা যাচ্ছে।

মঙ্গলবার এরাজ্যে তৃণমূল আর সিপিএম ছেড়ে দুই বিধায়ক এবং এক সাংসদ যোগ দেন বিজেপিতে। আর আজ তৃণমূলের বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এবার রাজ্য রাজনীতি বাদ দিয়ে দেশের রাজনীতিতেও দল বদলের পালা ঘটছে।

একদা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা তথা কংগ্রেসের মুখপাত্র Tom Vadakkan আজ যোগ দিলেন বিজেপিতে। বিজেপির কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাত ধরে উনি আজ বিজেপিতে যোগ দিলেন। উনি বহু বছর ধরেই কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন।

কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরার পর টম বলেন, ‘ যখন জঙ্গিরা দেশে হামলা করেছিল, তখন কংগ্রেসের প্রতিক্রিয়া আমাকে দুঃখী করেছিল। আর এমি এরজন্যই কংগ্রেস ছেড়েছি। যদি কোন রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সেই দলে আমার থাকার থেকে না থাকা ভালো।”

কংগ্রেস তাঁদের মুখপাত্র Tom Vadakkan এর বিজেপি যোগ নিয়ে দুঃখ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘ওনাকে শুভকামনা জানাই, ওনার দল ত্যাগের দুঃখ হচ্ছে। আমরা চাই ওনার ইচ্ছে পূরণ হোক।”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VXRe79
Bengali News
 

Start typing and press Enter to search