এই দেশে একটি সংবাদ সংস্থা আছে, যার নাম কারভান, ওই সংবাদ মাধ্যমকে তাঁরাই চালায় যারা, The Wire আর Quint এর মত পোর্টালকে চালায়। ওই সংবাদ সংস্থার নতুন ন্যাকারজনক এক রিপোর্টিং সামনে এসেছে। পুলওয়ামা হামলায় যতজন বলিদান দিয়েছে, তাঁদের জাত নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তাঁরা।
আর জাত খুঁজে তাঁরা এটা বলছে যে, শুধু মাত্র পিছিয়ে পরারাই বলিদান দিয়েছে। উচ্চবর্ণেরা না! তাঁরা এই রিপোর্ট এর মাধ্যমে গোটা দেশে হিংসা আর বিভেদমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এই পত্রিকার ওই রিপোর্ট আজাজ শরিফ নামের এক ব্যাক্তি লেখেন।
ওই রিপোর্টে শহীদ জওয়ানদের পদবী দেখে তাঁদের জাত নির্ধারন করছে এরা। রাঠৌড় পদবীর শহীদকেও ওরা নিচু জাতের দেখিয়েছে। আজাজ আশরাফ বলছে, নিচু জাতের সেনাই মরছে, উচ্চ বর্ণের হিন্দুরা মরছে না। শহীদদের বলিদানকে এই সংবাদ মাধ্যম, জাত পাত দিয়ে ভাগ করে দিলো!
এই সংবাদ মাধ্যমের সাংবাদিককে জাতীয়তাবাদী নিউজ অ্যাঙ্কর রোহিত সরদনা মোক্ষম জবাব দিয়েছে, উনি এই সংবাদ সংস্থার নাম না নিয়েই তাঁদের ধুয়ে দিয়েছে। কারাভান পত্রিকার সাংবাদিক আজাজ আশরফ শহীদ জওয়ানদের মধ্যে উঁচু জাত আর নিচু জাত খুঁজে পেলেও, জঙ্গিদের ধর্ম খুঁজে পাননি।
সরদনা বলেন, ‘যারা শহীদদের জাত পাত খুঁজে খুঁজে বের করছে, তাঁরা জঙ্গিদের ধর্মও বলে দিক” নিজদের বুদ্ধিজীবী বলা এরকম প্রকারের মানুষ আগাগোড়াই এমন কাজ করে। এরা সবসময় বলে, জঙ্গি আর সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। আর এদের থেকে এক পা এগিয়ে সিধু তো বলে দিলো, ‘জঙ্গির কোন দেশও নেই”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NnJzM9
Bengali News