পুলবামা হামলা নিয়ে পুরো দেশ উত্তপ্ত হয়ে রয়েছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন এই বিষয়ে মত প্রকাশ করে পাকিস্থানের প্রতি ধিক্কার জানিয়েছে। দেশ ও দেশের বাইরের মানুষ একসুরে পাকিস্থানকে দোষারোপ করলেও, ভারতের ভেতরে থাকা কিছু মানুষ এখন পাকিস্থানের সমালোচনা করতে অস্বীকার করেছে। ভারতের অনেকে রাজনৈতিক ব্যাক্তি, সেলিব্রেটি এখনো পাকিস্থানের নিন্দা করতে রাজি নন। এমনকি বলিউডের রাজা নামে পরিচিত তিন খান(শাহারুখ, সালমান, আমির) পুলবামা নিয়ে শোক প্রকাশ করলেও পাকিস্থানের নিন্দা করেননি।
জানিয়ে দি, পুলবামার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্থানের সাথে ক্রিকেট খেলা নিয়েও দ্বন্দ শুরু হয়েছে। ভারতের মানুষ চান যে ১৬ ই জুন ওল্ড ট্রাফডে পাকিস্থানের সাথে যে বিশ্বকাপ ম্যাচ রয়েছে তা বাতিল হোক। এমনকি হরভজন সিং, সৌরভ গাঙ্গুলি, চেতন চৌহানও বলেছেন যে ভারতের পাকিস্থানের সাথে ম্যাচ খেলা উচিত নয়। BCCI যাতে পাকিস্থানের সাথে খেলা বাতিল করে তার জন্যেও ভারতীরা চাপ দিতে শুরু করেছে।
এই ইস্যুতে পাকিস্থানের নামিদামি প্রাক্তন বোলার শোয়েব আখতার বলেছেন, আমি জানি পুলবামা হামলার বেশ গভীর প্রভাব ক্রিকেটের উপর পড়বে। এর জন্য BCCI পাকিস্থানকে খেলার অনুমতি দিতে সংকোচ বোধ করছে, যা পরিস্থিতি তাতে BCCI খেলার অনুমতি নাও দিতে পারে। শোয়েব আখতার বলেন- এটাই স্বাভাবিক, কারন BCCI টাকার জন্য খেলাতে চাইলেও ভারতের জনতা ও সরকার এটা মেনে নেবে না।
শোয়েব আখতার মিডিয়ার সাথে কথা বলার সময় এটাও বলেন যে, BCCI যদি পাকিস্থানকে খেলাতে পারে তাহলে তাদের প্রচুর লাভ হবে। প্রায় ৬০০ মিলিয়ন ডলার যা BCCI হাত ছাড়া করতে চাই না। কিন্তু ভারতের জনগণ খুবই সভিমানপূর্ন। যদি BCCI ওই ম্যাচ খেলাতে চাই তাহলে অবশ্যই চাপ সৃষ্টি করবে যেটা স্বাভাবিক ব্যাপার। শোয়েব আখতার বলেন-আমি ভারতে যে হামলা হয়েছে তার নিন্দা করছি, যা হয়েছে খুবই খারাপ হয়েছে। উনি বলেন, এখন ভারতের পূর্ন অধিকার আছে সিধান্ত নেওয়ার এবং ম্যাচ বাতিল করার, এক্ষেত্রে ভারতকে কেউ আটকাতে পারে না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Xl2yLS
Bengali News