জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের সীমান্তবর্তি এলাকার ২৭ এর থেকেও বেশি গ্রাম থেকে গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর সীমান্তের আশেপাসের গ্রাম গুলোতে অ্যালার্ট জারি করা হয়েছে।
গ্রামবাসী দের শুধুমাত্র দরকারি জিনিষ নেওয়া এবং অস্থায়ী আশ্রয় যেমন স্কুল আর সরকারী ভবনে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর অবশ্যই সেগুলো যেন পাকিস্তান সীমার থেকে অনেক দূরে হয়। যাতে পাকিস্তানি সেনা সিজ ফায়ার লঙ্ঘন এবং কোনরকম আক্রমণ করলে, গ্রামবাসীরা তাঁদের হাঁটের নাগালের বাইরে হয়।
পুলওয়ামা হামলার পর থেকেই ওইসব এলাকায় তল্লাশি অভিযান চালু আছে। এই তল্লাশি অভিযানের সময় শুক্রবার সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষও হয়, যাতে সেনার হাতে খতম হয় দুই জঙ্গি। আর এরপরেই সীমান্তের পাশে থাকা গ্রাম গুলোকে খালি করার নির্দেশ দেওয়া হয়।
সীমান্তের পাশের গ্রাম গুলো থেকে আনুমানিক ৮৩০ জনের মত গ্রামবাসীদের অন্য যায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই গ্রামবাসীরা বিগত কয়েক বছরে অনেক বারই পাকিস্তানের করা আক্রমণের ফলে নিজেদের ভিটে মাটি ছেড়ে গেছিল। অনেকেই বলছে যে, নরেন্দ্র মোদী পাকিস্তানের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আর এই জন্যই গ্রাম গুলোকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা জানান যে, এখন তাঁদের এরকম ভাবে ভিটেমাটি ছেড়ে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। যদিও এর জন্য তাঁরা অনেক সমস্যার সন্মুখিন ও হয়। সরকার জানায় যে, সীমান্তের পাশে এখনো পর্যন্ত ১৪০০ এর বেশি আশ্রয় স্থল বানানো হয়েছে। আরও কিছু আশ্রয় স্থল বানানোর কাজ করছে সরকার।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XjpUSo
Bengali News