রাহুল গান্ধীর বিরুদ্ধে উঠলো আরো এক গম্ভীর অভিযোগ।চোর নামে এ পরিচিত বরাবর গান্ধী পরিবার বিভিন্ন কেলেঙ্কারি সাথে যুক্ত। এমনও বলা হয় কংগ্রেস এমন একটা দল যার A to Z নামের সাথে কেলেঙ্কারি যুক্ত আছে এবং এর জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কে জেল পর্যন্ত যেতে হইছে। অবশ্য সোনিয়া ও রাহুল দুজনেই বেল নিয়ে জেলের বাইরে রয়েছেন।
এত বড় বড় নোংরা কাজ করার পর ও রাহুল গান্ধী থামেনি, এবার সাধারণ গরিব কৃষক এর জমি আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠলো রাহুল গান্ধীর বিরুদ্ধে। কাল আমেঠি তে সভা করতে যায় রাহুল গান্ধী সেখানে তাকে চরম বিক্ষোভ এর মুখে পড়তে হয় কৃষকদের কাছে। ক্ষুব্ধ কৃষকরা সংবাদ সংস্থা এ এনআই কাছে জানাই রাহুল গান্ধী তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জমি আত্মসাৎ করেছে।
তাদের দাবি রাহুল ইতালি এই ফিরে যাক তাকে এই স্থানে আসার দরকার নেই।
শ্লোগান উঠে GO BACK ETALI, ইতালি ফিরে যাও রাহুল! 1980 সালে রাজীব গান্ধী সাইকেল কারখানা গড়ার জন্য কৃষক দের কাছ থেকে 70 একর জমি নিয়েছিলেন, কিন্তু সাইকেল কারখানা গড়ার পর কিছু দিন এর মধ্যে সেই প্রকল্পের ধস নামে তার ফলে ওই 70 একর জমি 2014 সাল এ রাজীব গান্ধী চেরিটাবেল ট্রাস্ট খুব কম দামে এ কিনে নেই ।
কিন্তু উত্তরপ্রদেশ এর শিল্পউহন নিগম সেই নিলাম টি বাতিল ঘোষণা করেন এবং সেই 70 একর জমি কৃষক দের ফিরিয়ে দিতে বলেন কিন্তু আজ এত বছর এর পর প কংগ্রেস সাধারণ গরিব কৃষক দের জমি ফিরিয়ে দেয়নি। তাই আজ যখন রাহুল গান্ধী সভা করতে আসে তখন তাকে বিক্ষোভ এর মুখে পড়তে হয়। ওই জমি ফিরিয়ে দেওয়া তো দূর জমির মূল্য পর্যন্ত প্রদান করেনি রাহুল গান্ধী।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2B2uZok
Bengali News