বামপন্থী হোক বা কংগ্রেস পার্টি, এদের মূল শক্তি দেশের বিক্রীত দালাল মিডিয়া। স্বাধীনতার পর থেকেই দেশের বেশিরভাগ মিডিয়া সংস্থার উপর বামপন্থী ও কংগ্রেসিরা কবজা করে নিয়েছে নিজেরদের ইচ্ছামত নিয়ন্ত্রণ করার জন্য। এই মিডিয়াকে কাজে লাগিয়ে ধীরে ধীরে JNU এর মতো দেশের বড় বড় ইনস্টিটিউটেও বামপন্থীরা নিজেরদের কবজা জমিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল শক্তি দেশের সাধারণ জনগণ। নরেন্দ্র মোদীর আসল শক্তি উনার সমর্থকরা যার মধ্যে রাষ্ট্র্বাদী, হিন্দুত্ববাদী সাধারণ মানুষ সকলেই রয়েছে। কংগ্রেস পার্টিকে বা বামপন্থী পার্টিকে তাদের প্রচারের জন্য টাকা ঢালতে হয় অন্যদিকে মোদীর সমর্থনকারীরা নিঃস্বার্থভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ধারায় প্রভাবিত হয়ে মোদীর প্রচার করে।
মোদীর এই বিশেষত্ব থাকার জন্য আজ পর্যন্ত ১ তাও নির্বাচন হারেননি। গুজরাট থেকে দিল্লী পর্যন্ত নিজের একটাও নির্বাচন হারেননি নরেন্দ্র মোদী। জনগন সর্বদা মোদীকে সমর্থণ জানিয়ে জয়লাভ করিয়েছে। আজ ২০১৯ সাল, ২০১৪ থেকে আজ যেকোনো দ্রব্যের মূল্য কম রয়েছে, পেট্রোল ডিজেলের মূল্যও কম রয়েছে। সবথেকে বড় উপলদ্ধি যে এই বছরগুলিতে কোনো দুর্নীতি হয়নি।
শুধু এই নয় মোদী আমলে দেশের GDP দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। মোদী ২০১৪ সালের তুলনায় আরো শক্তিশালী ভারত করে দিয়েছে। যার প্রভাব এখন স্পষ্ট দেখা যাচ্ছে। মুম্বাইতে এই শিক্ষিত মহিলারা একটা গ্রুপ বানিয়েছে। গ্রুপ তৈরি করার উদ্যেশে এই যে তারা মুম্বাইতে ঘর ঘর গিয়ে মোদীর জন্য প্রচার করবে। এই মহিলারা নিকের ব্যাস্ত সময়ের মধ্যে সময় বের করে মোদীর জন্য প্রচার করবে।
मुंबई कि पढी लिखी – संभ्रात परिवार कि इन महिलाओं ने मिलकर एक गृप बनाया है – कि रोज 2 घंटे का समय निकाल कर वो घर घर जाकर मोदी जी के लिए वोट मांगेगी. ताकि वे 2019 मे दुबारा प्रधानमंत्री बने @narendramodi जी @BJP4India pic.twitter.com/XrqTHcOhRB
— Tyagraj shekhawat (@TyagrajShekhawt) January 24, 2019
লক্ষণীয় বিষয় এই যে এটা কিন্তু কেউ বিজেপি পার্টির সাথে যুক্ত নয়। মোদী যেহেতু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তাই এরাও মোদীকে সমর্থন করতে ঘর ঘর গিয়ে মানুষকে উৎসাহিত করবে মোদীকে ভোট দেওয়ার জন্য। শিক্ষিত মহিলাদের এই গ্রুপ সংকলপ করেছে যে তারা তাদের কাজের মধ্যে সময় বের করে মোদীর জন্য প্ৰচার করবে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2CMy10f
Bengali News