শ্রীনগরঃ উত্তর কাশ্মীরের (Kashmir) হান্দওয়াড়ায় বড়সড় সফলতা অর্জন করল সেনাবাহিনী (Indian Army)। জঙ্গিদের সঙ্গে চলা এনকাউন্টারে নিকেশ হিজবুল মুহাহিদ্দিনের টপ কম্যান্ডার মেহারাজউদ্দিন (উবেদ)। মেহরাজউদ্দিন বহু জঙ্গি গতিবিধিতে যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে সেনা একটি একে ৪৭, আর একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
আইজিপি কাশ্মীর জানান, জঙ্গি সংগঠন হিজবুলের কম্যান্ডার উবেদকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। অ দীর্ঘদিন ধরে জঙ্গি গতিবিধিতে যুক্ত ছিল। সে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত অনেক অপরাধে সামিল ছিল। এই অভিযান হান্দওয়াড়া পুলিশ, ৩২ রাষ্ট্রীয় রাইফেলস আর ৯২ বিএস সিআরপিএফ মিলে চালায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হান্দওয়াড়ার পাজীপোরা-রেনান এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। এরপরই সেখানে যৌথ অভিযান চালানো হয়। এলাকা ঘিরে ফেলে অপারেশন চালানোর সময় জঙ্গি উবেদ সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সেনাও পাল্টা জবাব দেয়। যাতে উবেদ নিকেশ হয়।
বলে দিই, এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত কাশ্মীর ৬৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গত মাসেই ১১ জনকে নিকেশ করা হয়েছিল। সবথেকে বেশি ১৭ জঙ্গিকে নিকেশ করা হয় এপ্রিল মাসে।
The post হিজবুলের কুখ্যাত কম্যান্ডার মেহরাজউদ্দিনকে ৭২ হুরের কাছে পাঠাল সেনা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3AyiX3f
Bengali News