-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BSP সাংসদ দাউদ আহমেদের ১০০ কোটি টাকা মূল্যের বহুতলে বুল ডজার চালাল যোগী সরকার!

- July 04, 2021

বহুজন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ দাউদ আহমেদের উপর লক্ষণ জেলা প্রশাসন বড়ো অ্যাকশন নিয়েছে। রবিবার দিন প্রশাসনের লোকজন রিভার ব্যাংক কলোনিতে দাউদ আহমেদের ৫ তল বিল্ডিংকে ভেঙে গুঁড়িয়ে দেয়। এই বহুতল অবৈধ নির্মাণ বলে জানা গেছে। এই বহুতলকে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

প্রশাসন দ্বারা এই কাজের সময় এক দুর্ঘটনাও ঘটে যায়। বহুতল ভাঙার সময় ধ্বংসাবশেষ পোকল্যান্ডের মেশিনে পড়ে যায়। এতে ড্রাইভারটি ধ্বংসাবশেষের মধ্যে আটকে যান। অবশ্য ড্রাইভারকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। প্রশাসন জানিয়েছে, এই বহুতলটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

এই বহুতল নির্মাণের জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে অনুমতি নেওয়া হয়নি। NOC না নিয়ে এই বহুতল নির্মাণ করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিক বিভাগ এই নির্মাণের বিরুদ্ধে নোটিস জারি পর্যন্ত করেছিল। তবে দাউদ এতে কোনো তোয়াক্কা করেনি।

তাই এখন নগর নিগম কর্তৃপক্ষ, পুলিশ মিলে এই বহুতলের উপর বুল ডজার চালায়। বিল্ডিংয়ের নকশা LDA এর কাছে অনুমতি প্রাপ্ত নয় বলে জানা গেছে। পরবর্তীতে প্রশাসন দাউদকে ৭ দিনের সময় দেয় বহুতল নির্মাণ সরিয়ে ফেলার জন্য। তবে দাউদ তা প্রশাসনের কথা না মেনে চলার কারণে অবৈধ বহুতল ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

বাকি রাজনৈতিক দলের নেতারা যখন ভোট
ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণে ব্যাস্ত তখন যোগী আদিত্যনাথের সরকার রাজধৰ্ম পালনে কর্মরত। এর আগে হারদয়ের দেহাত কোতওয়ালীর কাশীরাম কলোনীতে এক মাজারের উপর বুলডজার চালানো হয়েছে।

The post BSP সাংসদ দাউদ আহমেদের ১০০ কোটি টাকা মূল্যের বহুতলে বুল ডজার চালাল যোগী সরকার! first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3ysJeyh
Bengali News
 

Start typing and press Enter to search