-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিজেপিতে যেতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত সহ একঝাঁক তারকা, ধোঁয়াশায় নুসরত জাহান

- February 04, 2021


কলকাতাঃ টলিউড অভিনেতা যশ আর টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে আজকাল পাহাড় প্রমাণ গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিক থেকে। SOS কলকাতা সিনেমায় নুসরত আর যশ অভিনয় করছেন। আর সেখান থেকেই দুজনকে নিয়ে নানান গুঞ্জনের শুরু। এমনকি এও শোনা যাচ্ছে যে, স্বামী নুসরতের সঙ্গে বিচ্ছেদেও যেতে পারেন নুসরত জাহান। এমনকি তাঁর দুজন দুজনকে সোশ্যাল মিডিয়ায় আনফলোও করে দিয়েছে।

আরও গুঞ্জন বাড়ছে, যখন দেখা যাচ্ছে যে ছুটি কাটাতে দুজন একসঙ্গে পারি দিচ্ছেন অন্য কোথাও। আবার দুজনেই একসঙ্গে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। টলিপাড়ায় যেমন নুসরত আর নিখিল জৈনের বর্তমান সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠছে, তেমনই যশের সাথে নুসরতের ভাব গড়ে ওঠা নিয়েও হচ্ছে কানাঘুষো। যদিও দুজনার কেউই এসবে কান দিতে নারাজ।

আরেকদিকে, এও শোনা যাচ্ছে যে দশ দাশগুপ্ত তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আগে কোমর বেঁধে নেমেছে বিজেপি। তাঁরা যেমন তৃণমূল নেতাদের নিজেদের দলে নিয়ে তৃণমূলে ভাঙন আনছে, তেমনই একসঙ্গে চোখ রেখেছে টলিপাড়াতেও। কিছুদিন আগে হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় একঝাঁক টলি তারকা বিজেপিতে যোগ দিয়েছেন।

টলিপাড়া গেরুয়া করতে তৎপর হয়েছে বিজেপি, আর সেই সুত্রে এবার যশ দাশগুপ্তের সাথেও কথা চলছে তাঁদের। যশ দাশগুপ্ত বৃহস্পতিবার বিজেপির এক নেতার সাথে দেখাও করেছেন বলে জানা গিয়েছে। বিজেপির নেতার সঙ্গে দেখা করায় চারিদিকে নানান প্রশ্ন উঠছে। তবে দেখা করা মানেই যে যশ বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন অথবা দিচ্ছেন সেটাও নয়। কারণ যশের থেকে এই বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরেকদিকে, বিজেপির সেই শীর্ষ নেতা জানিয়েছে যে, খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন যশ দাশগুপ্ত এবং ছোট পর্দার একঝাঁক তারকা। ছোট পর্দার যারা বিজেপিতে যোগ দিতে পারেন, তাঁরা গতকাল যশের সাথেই বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিল বলে জানা যায়।

একদিকে নানান ইস্যুতে বিজেপিকে বিঁধে চলছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। আরেকদিকে সম্প্রতি ওনাকে নিয়ে যার সাথে টলিপাড়ায় যাকে নিয়ে এত গুঞ্জন সে আবার বিজেপিতে যোগাযোগ রাখছে। এখন নুসরত জাহান কি করবেন সেটাই দেখার বিষয়।

The post বিজেপিতে যেতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত সহ একঝাঁক তারকা, ধোঁয়াশায় নুসরত জাহান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3pRVWCO
Bengali News
 

Start typing and press Enter to search