নিউজ চ্যানেল রিপাবলিক ভারতের অ্যাঙ্কর বিকাশ শর্মা মারা গেছেন। সাংবাদিক বিকাশ শর্মা ৩ দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ২০২১ এ উনি দেহত্যাগ করেন। নয়ডার কৈলাশ হাসপাতালে উনি ভর্তি ছিলেন। বিকাশ উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এবং উনি রিপাবলিক ভারতে ‘ইয়ে ভারত কি বাত’ অনুষ্ঠানকে পরিচালনা করতেন।
বলা হচ্ছে উনি কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তখন উনি সুস্থ হয়ে ফিরেছিলেন। বিকাশ শর্মার মৃত্যুর পর মিডিয়াকর্মীরা উনার আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ অর্নব গোস্বামীও বিকাশ শর্মার মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করেন এবং রিপাবলিক চ্যানেলকে দাঁড় করানোর জন্য উনার অবদানের কথা উল্লেখ করেন।
दुखद खबर: 'ये भारत की बात है' के एंकर विकास शर्मा का निधन। इस दुखद घड़ी में विकास को भावभीनी श्रद्धांजलि। रिपब्लिक परिवार इस दुख की घड़ी में विकास के शोक संतप्त परिवार के साथ है। pic.twitter.com/Zdsf04dfus
— रिपब्लिक.भारत (@Republic_Bharat) February 4, 2021
https://platform.twitter.com/widgets.js
রিপাবলিক চ্যানেলের অ্যাঙ্কর প্রদীপ ভাণ্ডারীও এই বিষয়ে দুঃখ প্ৰকাশ করেন এবং উনার পরিবারের প্রতি সমবেদনা ব্যাক্ত করেন। বিকাশ শর্মার মৃত্যুতে মিডিয়াকর্মীরা দুঃখ প্রকাশ করলেও উন্মাদী, কট্টরপন্থীরা বিকাশ শর্মার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দ উল্লাস প্ৰকাশ করেছে।
প্রদীপ ভান্ডারী টুইট করে বিকাশ শর্মার মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করেছন। ওই টুইটে এক ইউজার কমেন্ট করেছে, ” ও তো তোমার মতোই ঘৃনা ছড়ানো ব্যাক্তি ছিল। ভালো হয়েছে মারা গেছে। দেশে রোগ ছড়াচ্ছিল।”
মেজর গৌরব আর্যও টুইট করে বিকাশ শর্মার মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করেন। সেখানেও পৌঁছে যায় উন্মাদীর দল। কমেন্টে ওয়াসিম আহমেদ নামের এক উন্মাদী লিখে, “এটা সেই ড্রামাবাজ ছিল যে সকাল সন্ধ্যে পাকিস্তানের উপর চিৎকার করতো। মরে গেলে মাদা***।”
The post রিপাবলিক টিভির অ্যাঙ্কর বিকাশ শর্মার মৃত্যু, আনন্দ উল্লাসে মাতল কট্টরপন্থী উন্মাদীরা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cLGNPA
Bengali News