-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লাল কেল্লায় উস্কানি দেওয়া আর গুম্বতে উঠে ঝাণ্ডা তোলা ধর্মেন্দ্র সিং গ্রেফতার

- February 04, 2021

নয়া দিল্লীঃ গণতন্ত্র দিবসে লাল কেল্লায় হওয়া হাঙ্গামার মামলা দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ধর্মেন্দ্র সিং হরমন নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ধর্মেন্দ্র সিং হরমন লাল কেল্লার গুম্বদে ধার্মিক ঝাণ্ডা তোলার জন্য উপদ্রবিদের উস্কিয়েছিলেন। দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দ্বারা গ্রেফতার দিল্লী দাঙ্গার সময় শাহিনবাগে হওয়া উপদ্রবেও বেশ সক্রিয় ছিল বলে জানা যাচ্ছে।

২৬ জানুয়ারি লাল কেল্লায় ভিডিও ফুটেজে দেখা হরমন নিজের ফেসবুক প্রোফাইলে লাল কেল্লায় ঝাণ্ডা তোলার লাইভ স্ট্রিমিং করেছিলেন। গ্রেফতার অভিযুক্ত দিল্লীর অর্জুন নগরের বাসিন্দা আর অখিল ভারতীয় পরিবার পার্টির সক্রিয় সদস্য। পুলিশ জানায়, হরমন বিগত দুমাস ধরে সিঙ্ঘু বর্ডারে কৃষকদের আন্দোলনে যোগ দিয়েছিল।

দিল্লী পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল ভিডিও ফুটেজ প্রাপ্ত করার পর হরমনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজে হরমনকে একটি গাড়ির উপরে বসে লাল কেল্লায় ধার্মিক ঝাণ্ডা তোলার জন্য মানুষকে উস্কানি দিতে দেখা গিয়েছে। আরেকটি ফুটেজে হরমনকে হিংসায় লিপত থাকতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ২৬ জানুয়ারির দিনে শান্তিপূর্ণ ট্রাক্টর র‍্যালির নামে দিল্লী জুড়ে তাণ্ডব চালায় উপদ্রবি কৃষকরা। তাঁরা লাল কেল্লায় পৌঁছে লাল কেল্লার গুম্বদ আর লাল কেল্লায় সামনে পতাকা উত্তোলকের জায়গায় ধার্মিক পতাকা তোলে। সেদিনের এই কাণ্ডে ৪০০ এর বেশি পুলিশ কর্মী আহত হয়েছিলেন।

The post লাল কেল্লায় উস্কানি দেওয়া আর গুম্বতে উঠে ঝাণ্ডা তোলা ধর্মেন্দ্র সিং গ্রেফতার first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3rqjxur
Bengali News
 

Start typing and press Enter to search