-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাম লালার শরণে পৌঁছালেন প্রধানমন্ত্রী ভাই, কৃষি আন্দোলন নিয়ে দিলেন বড় বয়ান

- February 04, 2021

অয্যোধ্যাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ দামোদরদাস মোদী উত্তর প্রদেশ সফরে গিয়েছেন। সেখানে তিনি আজ বৃহস্পতিবার অয্যোধ্যায় পৌঁছে রাম লালার দরবারে মাথা ঠেকান। এছাড়াও তিনি হনুমানগড়িতে পুজো দেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই কৃষি আন্দোলন নিয়ে বড় বয়ান দেন। তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে সমাধানের রাস্তা বের করার সুবুদ্ধি আন্দোলনরত কৃষক আর মোদী সরকারকে দিক ঈশ্বর।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভাই অয্যোধ্যায় যান, সেখানে দেশ চলা সমস্যা নিয়ে রাম লালার দরবারে প্রার্থনা করেন। কৃষক আন্দোলন আর করোনা থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি এই প্রার্থনা করেন। কদিন আগেই প্রহ্লাদ মোদী অয্যোধ্যায় গিয়েছিলেন। তিনি সেবারও হনুমানগড়ি আর রাম জন্মভূমির দর্শন করেছিলেন।

অয্যোধ্যা পৌঁছে প্রহ্লাদ মোদী বলেন, ‘রাম লালার দর্শনের জন্য অয্যোধ্যা এসেছি আর দর্শন করে রাম লালার কাছে প্রার্থনা করি যে, ভারতে চলা সমস্ত সমস্যা যেমন করোনা মহামারী আর কৃষক আন্দোলন যেন সমাপ্ত হয়।” এর পাশাপাশি তিনি বলেন, কৃষক আন্দোলনে সমাধানের রাস্তা বের করার জন্য আন্দোলনকারী আর সরকারকে সুবুদ্ধি দিক ঈশ্বর।

প্রহ্লাদ মোদী বলেন, মিডিয়া রিপোর্ট অনুযায়ী আন্দোলনকারীরা কৃষক না, এই কথা সরকার আর দেশের জনতাও জানে। এর সাথে সাথে বলেন, বিরোধী দলের ইশারায় কিছু মানুষ উপদ্রব করছে। আর সরকার উপদ্রবিদের সনাক্ত করতে পুরস্কার ঘোষণা করেছে। যদিও, প্রহ্লাদ মোদী কৃষকদের তরফদারি করে বলেন, কৃষকরা দেশের গৌরবের চিন্তা করে আর তাঁরা কোনদিনও এরকম উপদ্রব করবে না। এটা আমিও মানি, আর সরকারও তাই মানে।

জানিয়ে দিই, উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই বুধবার ধরনায় বসেছিলেন। যখনই এই খবর পুলিশ-প্রশাসনের কানে যায়, তখনই তাঁদের হৃদস্পন্দন বেড়ে যায়। এরপর ঘটনাস্থলে বড়বড় আমলারা পৌঁছে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ওনার ধরনা শেষ করা। তিনি নিজের সমর্থকদের আটক করার ঘটনায় ক্ষুব্ধ ছিলেন আর এই কারণে তিনি উত্তর প্রদেশ পুলিশকে দুর্নীতিগ্রস্তও বলে দেন।

The post রাম লালার শরণে পৌঁছালেন প্রধানমন্ত্রী ভাই, কৃষি আন্দোলন নিয়ে দিলেন বড় বয়ান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2NXCVR8
Bengali News
 

Start typing and press Enter to search