নয়া দিল্লীঃ পাকিস্তানে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক। তবে এবার ভারত না, ইরান পাকিস্তানে এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরান তাঁদের দুজন বন্দি জওয়ানকে মুক্ত করানোর জন্য এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, মঙ্গলবার রাতে ইরান পাকিস্তানের ভিতরে ঢুকে নিজেদের দুজন জওয়ানকে ছাড়িয়ে নিয়ে আসে আর একাধিক জঙ্গিকে নিকেশ করে। ইরানি মিডিয়া অনুযায়ী, ইরানের এই অপারেশনে পাকিস্তানের কয়েকজন জওয়ানেরও মৃত্যু হয়েছে।
Iran's intelligence agencies carry out a successful operation in southeastern province of Sistan-Baluchestan to release two borderguards abducted by Jaish al-Zolm terrorist group two years agohttps://t.co/yykWmeASFq
— WION (@WIONews) February 4, 2021
https://platform.twitter.com/widgets.js
IRGC (ইরান রেভোল্যুশনারি গার্ড) একটি বয়ানে বলেছে যে, ইরানের দুজন জওয়ানকে মঙ্গলবার রাতে একটি গোপন অভিযান চালিয়ে মুক্ত করা হয়েছে। বয়ানে আরও বলা হয়েছে যে, দুই বছর আগে পাকিস্তানের জইশ-আল-অদল জঙ্গি সংগঠন ইরানের দুজন সৈনিককে বন্দি বানিয়েছিল।
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য ইরান গোয়েন্দা আর সেনাকর্মীদের সাহায্য নেয় এবং সেই জঙ্গিদের বিষয়ে সব তথ্য হাসিল করে, যারা ইরানি জওয়ানদের কয়েদ করে রেখেছিল। যদিও পাকিস্তানে এই স্ট্রাইক নিয়ে কোনও খবর নেই। এর আগে আমেরিকার আর ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের নিকেশ করেছিল।
Iran frees two soldiers kidnapped in Pakistan: Anadolu Agency https://t.co/Jx16V251Y7
— TOI World News (@TOIWorld) February 4, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ এর মাঝামাঝিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-আল-অদল দক্ষিণ পূর্ব সিস্তান-বালুচিস্তান প্রান্তের মির্জাবেহ থেকে ১৪ জন্য ইরানি সৈনিককে তুলে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে রেখেছিল। জঙ্গিরা ১৫ নভেম্বর পাঁচ জনকে ছেড়ে দেয়। এরপর ২০১৯ এর মার্চে আরও ৪ জনকে মুক্ত করে।
The post আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে, জঙ্গি ডেরায় চলল ব্যাপক অভিযান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3avG42p
Bengali News