বাঙালিদের চোখের মণি সৌরভ গাঙ্গুলি হটাৎ অসুস্থ হয়ে পড়েছেন। যার জেরে উনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে সৌরভ গাঙ্গুলির সুস্থতা কামনা করে লোকজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে এসবের মধ্যে কিছু বিকৃত মানসিকতার মানুষজন চোখে পড়েছে যারা দাদার মৃত্যু কামনা করেছেন।
মহারাজ রাজনীতিতে পা রাখতে পারেন বলে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা দাদা বঙ্গবিজেপির মুখ হতে পারেন। আর এই জল্পনা সামনে আসার পর থেকে কিছু বিকৃত মানসিকতার লোকজন সৌরভ গাঙ্গুলির উপর আক্রোশ প্রকাশ করতে শুরু করেছিলেন, এখন দাদা অসুস্থ হওয়ার পর তা আরো স্পষ্ট প্রকাশ পেয়েছে।
সঞ্জনা ভট্টাচার্য নামের এক ফেসবুক ব্যাবহারকারীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলির ছবির উপর লেখা হয়েছে, “নিজেকে Champ( চ্যাম্প) মনে করি তাই মোদী-শাহের পরিবর্তে বাজপেয়ীর সাথে দেখা করতে যাচ্ছিলাম।” স্পষ্টতই এই পোস্টের মধ্যে দিয়ে সঞ্জনা ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলির অসুস্থতা নিয়ে হাসি ঠাট্টা করেছেন এবং পরোক্ষভাবে মৃত্যু কামনা করেছেন
লিজা গাঙ্গুলি নামের ফেসবুক ইউজারের পোস্টও ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে,” বাবুল সুপ্রিয়র গাড়ি দুর্ঘটনা এবং সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সমস্যা। ভন্ডবাজদের পতনের মধ্যে দিয়ে ২০২১ শুরু।” লিজা গাঙ্গুলির আরো একটা পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে- ” BJP করলে এই হয়। রাম ঠাকুর সোজা heart-এ তির মেরেছে।”
The post বিজেপি করলে এই হয়, রাম ঠাকুর সোজা হার্টে তীর মেরেছে’- সৌরভ গাঙ্গুলির অসুস্থতা নিয়ে ঠাট্টা তামাশা সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/38QXLbO