উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্য ধৰ্ম থেকে হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনা ব্যাপক মাত্রায় চোখে পড়ছে। ৩ মাস আগে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার মহম্মদ আনোয়ার নামের এক ব্যাক্তি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন। তবে কট্টরপন্থীরা সনাতন হিন্দু ধর্মে ফিরে আসার ঘটনাকে ভালো চোখে দেখেনি। যার দরুন ওই ব্যক্তির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার সময় বাচ্চারাও ঘরের ভেতর ছিল। কোনরকমে সকলের প্রাণ বাঁচে। রায়বেরেলির রাতাসো গ্রামের বাসিন্দা মহম্মদ আনোয়ার ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। উনি সমস্ত বিধি বিধান মেনে সনাতন হিন্দু ধর্মে ফিরেছেন।
মহম্মদ আনোয়ার নিজের নাম দেব প্ৰকাশ প্যাটেল রেখেছেন। একই সাথে তিনি নিজের ছেলে মেয়েদের নামও পরিবর্তন করেছেন। ধৰ্ম পরিবর্তনের পর ৩ ছেলে মেয়ে রেহান, আলী ও খুশির নাম পাল্টে দেবনাথ, দেবী দয়াল ও দুর্গা দেবী রেখেছেন।
তবে সনাতন ধর্মে ফিরে আসা দেব প্রকাশ প্যাটেলের সিদ্ধান্তকে আশেপাশের কট্টরপন্থীরা হজম করতে পারেনি। ২ জানুয়ারি শনিবার দিন গ্রাম প্রধান তাহির আহমেদ তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। দেব প্ৰকাশ কোনোভাবে নিজের এবং ছেলে মেয়েদের প্রাণ বাঁচান। তবে উনার ঘর বাড়ি জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। ঘটনার পর উত্তরপ্রদেশ পুলিশ একশন মোড়ে চলে এসেছে তথা অভিযুক্তের উপর FIR দায়ের করা হয়েছে।
थानाध्यक्ष सलोन को तत्काल आवश्यक कार्यवाही हेतु निर्देश दिया गया है ।
— Raebareli Police (@raebarelipolice) January 3, 2021
https://platform.twitter.com/widgets.js
কিছু বছর আগে দেব প্রকাশের স্ত্রী মারা গেছেন। যার পর জীবন যাপন পরিচালনা করা উনার পক্ষে কঠিন হয়ে উঠেছিল। সেই সময় স্থানীয় হিন্দুরা উনার পাশে দাঁড়িয়েছিলেন এবং সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে প্রভাবিত হয়ে উনি ইসলাম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে এসেছেন।
The post ৩ মাস আগে ইসলাম ত্যাগ করে মহম্মদ আনোয়ার হয়েছিলেন দেব প্রকাশ! প্রতিশোধ নিতে কট্টরপন্থীরা পুড়িয়ে দিল ঘরবাড়ি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/354YnJD
Bengali News