কলকাতাঃ আশঙ্কা সত্যি হল, অবশেষে দল ছাড়লেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। আজই অমিত শাহের সভা থেকে ওনার বিজেপিতে যোগ দেওয়ার কথা। জানিয়ে রাখি, দীপালি বিশ্বাস শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবেই পরিচিত। ২০১৬ সালে বাম-কংগ্রেসের জোটের টিকিটে জিতেছিলেন বিধানসভায়। এরপর তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ২১-এ জুলাইয়ের সভায় তৃণমূলে যোগ দেন। যেহেতু এখন দলে শুভেন্দু অধিকারীই নেই, সেই কারণে এবার তিনি তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরার সিদ্ধান্ত নিয়েছেন।
আরেকদিকে, অমিত শাহের (Amit Shah) সভায় পৌঁছানর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া জেড ক্যাটাগরির সুরক্ষার বুলেট প্রুফ গাড়িতেই চরলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। আজ বিজেপিতে মেগা যোগদানের সাক্ষী হতে চলেছে মেদিনীপুর।
অমিত শাহের হেলিকপ্টার করেই আজ সভায় পৌঁছানর কথা ছিল শুভেন্দুর। যত সম্ভব বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে লোকসমক্ষে আসতে চাননা। আর এই কারণেই তিনি হেলিকপ্টার ত্যাগ করে বুলেট প্রুফ গাড়ি নিয়েই সভার উদ্দেশ্যে রওনা দেন।
আজ শুভেন্দু-অমিত শাহের দ্বৈরথ দেখতে সভাস্থলে হাজির হাজার হাজার মানুষ। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছাবেন অমিত শাহও।
The post তৃণমূল ছাড়লেন মালদার বিধায়ক, আজ শুভেন্দুর সাথে যোগ দেবেন বিজেপিতে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2WuOgcI
Bengali News