-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কোচি পৌরনিগমে বড়ো ভোল বদল! মাত্র ১ টি ভোটে কংগ্রেসের মেয়র প্রার্থীকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী

- December 16, 2020

কেরলে স্থানীয় নির্বাচনের যে ফলাফল সামনে আসছে তা বেশ আকর্ষণীয়। বিশেষ করে কোচি পৌর করপোরেশনের ফলাফল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে এখানে কংগ্রেসের মেয়র প্রার্থী এন ভেনুগোপাল হেরে গেছেন। অন্যদিকে বিজেপির টি পদ্মকুমারী জয়লাভ করেছেন।

যদিও প্রথমদিকে এন ভেনুগোপাল এগিয়ে ছিলেন। তবে শেষমেষ টি পদ্মকুমারী জয়লাভ করেন। এখানে লক্ষণীয় বিষয় যে, এন ভেনুগোপাল মাত্র ১ টি ভোটে হেরে গেছেন। ভেনুগোপাল নর্থ আইল্যান্ড থেকে নির্বাচন লড়ছিলেন এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।

কোচি পৌর কর্পোরেশনে ১০ বছর ধরে UDF এর কবজা ছিল। এন ভেনুগোপাল নিজের হারের পর অবাক হয়েছেন। তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। জানিয়ে দি, ভেনুগোপাল কেরল কংগ্রেস কমিটির সেক্রেটারি। ২০০৫ ও ২০১০ সালে উনি দক্ষিণ আইল্যান্ড থেকে জয়ী হয়েছিলেন।

এবারের গণনায় এখনো পর্যন্ত তিরুবনন্তপুরমে LDF ৭ টি ওয়ার্ডে, NDA তিনটি ওয়ার্ডে আর UDF একটি ওয়ার্ডে জয় হাসিল করেছে। তাজা পরিসংখ্যান অনুযায়ী, LDF এর মেয়র প্রার্থী এস পুষ্পলতাকে NDA প্রার্থী ১৪৫ টি ভোটে হারিয়ে দিয়েছে।

The post কোচি পৌরনিগমে বড়ো ভোল বদল! মাত্র ১ টি ভোটে কংগ্রেসের মেয়র প্রার্থীকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3gQKrYB
Bengali News
 

Start typing and press Enter to search