কলকাতাঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর ভারতীয় জনতা পার্টির মধ্যেও উত্তেজনা চরমে। একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে চম্বলের ডাকাত বলেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবককে নিয়ে বড় বয়ান দিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা RSS এর হিন্দু ধর্ম মানিনা আর আমরা কারোর সামনে মাথা নোয়াবো না।” উনি বলেন, আমরা ভারতীয় জনত পার্টির সঙ্গে শান্তি যুদ্ধ করব আর কারোর গুণ্ডাগিরি এরাজ্যে চলতে দেব না।”
Election Commission should ensure that free & fair elections, without any fear, should be conducted in West Bengal. For that, it's important that state administration machinery is not used. If police is involved, then fair polls are not possible: BJP Gen Secy Kailash Vijayvargiya pic.twitter.com/idAvANd3vx
— ANI (@ANI) December 16, 2020
https://platform.twitter.com/widgets.js
আরেকদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানে বিজেপিও পাল্টা আক্রমণ করে। বিজেপির বরিষ্ঠ নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভয় আর আতঙ্কের মহলে নির্বাচন হবে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার। নাহলে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে রাজ্যে নির্ভয়ের সাথে নির্বাচন করাতে হবে। রাজ্যের প্রশাসনের ব্যবহার যেন নির্বাচনে না হয়। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় রাজ্যে নির্বাচন করাতে হবে।”
The post বিজেপির সঙ্গে শান্তিযুদ্ধ করব, আমরা সঙ্ঘের হিন্দু ধর্ম মানিনা! বললেন মমতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3h4P8OJ
Bengali News