ছাত্রদের উপদ্রবের জন্য খবরের শিরোনামে থাকা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় আরো একবার চর্চায় উঠে এসেছে। বৃস্পতিবার দিন জামিয়া মিলিয়ার তরফ থেকে সুদর্শন নিউজ ও সুদর্শন নিউজ এর সম্পাদকের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখেছে। জামিয়া মিলিয়া সুদর্শন নিউজের বিরুদ্ধে বিশ্বিদ্যালয়ের ছবিকে খারাপ করার অভিযোগ তুলেছে।
আসলে সুরেশ চৌহান তার আগামী শো এর জন্য একটা ট্রেলার টুইট করেছে। যেখানে উনি দাবি করেছেন যে, সিভিল সার্ভিস পরীক্ষার মুসলিমদের অনুপ্রেবেশের পর্দাফাঁস করা হয়েছে। সুরেশ চৌহান বিষয়টিকে UPSC জিহাদ বলে আখ্যা দিয়েছেন। ট্রেলারের ভিডিওতে সুরেশ চৌহান বলেছেন, ‘সবথেকে বড়ো সরকারি চাকরিতে মুসলিমদের অনুপ্রবেশের বড়ো পর্দাফাঁস, কেন হটাৎ IPS, IAS পদে মুসলিমদের সংখ্যা বেড়ে গেল? সবথেকে কঠিন পরীক্ষায় সবথেকে বেশি সংখ্যায় পাশ ও সবথেকে বেশি নাম্বার পাওয়ার রহস্য কি? ভাবুন যদি জামিয়ার জিহাদিরা আপনার জেলা প্রশাসন ও সমস্ত মন্ত্রণালয়ের সচিব হয় তাহলে কি হবে?”
সুরেশ চৌহান তার আগামী এপিসোডে বিষয়গুলির উপর পর্দাফাঁস করবেন বলে দাবি করেছেন। ট্রেলারে সুরেশ চৌহান জামিয়ার জিহাদি বলে জামিয়া মিলিয়ার ছাত্রদের উপরেও আক্রমন করেছেন। যার জেরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় তাদের ছবিকে খারাপ করার অভিযোগ তুলেছে। ঘোর বিতর্কের জেরে দিল্লী আদালত শোটি সম্প্রচারের উপর স্থগিতাদেশ জারি করেছে।
#सावधान
लोकतंत्र के सबसे महत्वपूर्ण स्तंभ कार्यपालिका के सबसे बड़े पदों पर मुस्लिम घुसपैठ का पर्दाफ़ाश.देश को झकझोर देने वाली इस सीरीज़ का लगातार प्रसारण प्रतिदिन. शुक्रवार 28 अगस्त रात 8 बजे से सिर्फ सुदर्शन न्यूज़ पर.@narendramodi @RSSorg pic.twitter.com/B103VYjlmt
— Suresh Chavhanke “Sudarshan News” (@SureshChavhanke) August 25, 2020
জামিয়া মিলিয়ার অধ্যাপক আহমেদ আজিম বলেছেন, “আমরা বিষয়টি শিক্ষামন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি এবং যথাযথ ব্যাবস্থা নিতে অনুরোধ করেছি। সুদর্শন চ্যানেলে শুধু JMI ও একটা সম্প্রদায়কে আক্রমন করে ভাবমূর্তি নষ্ট করেনি, একই সাথে UPSC এর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছে।”
The post ষড়যন্ত্র করে IAS ও IPS পদে বেশি সংখায় নিয়োগ করা হচ্ছে মুসলিমদের! সুদর্শন নিউজের অভিযোগ নিয়ে শুরু জোর বিতর্ক first appeared on India Rag.
from India Rag https://ift.tt/31CRZrQ
Bengali News