নয়া দিল্লীঃ বিএসএফ (Border Security Force -BSF) আজ পাঞ্জাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করা পাঁচ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে। তল্লাশিতে তাঁদের কাছ থেকে নেশার সামগ্রী আর হাতিয়ার উদ্ধার হয়েছে। সীমান্ত সুরক্ষা দল সীমান্তবর্তী এলাকা খালড়াতে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনা ছাউনি থেকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে আসে পাঁচ অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে।
শুক্রবার রাতের অন্ধকারে ওই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। সীমান্ত সুরক্ষায় মোতায়েন বিএসএফ এর ১০৩ ব্যাটেলিয়নের জওয়ানরা অনুপ্রবেশের গতিবিধি লক্ষ্য করে তাঁদের প্রথমে সাবধান করে, কিন্তু তাঁরা সেই সতর্কবার্তাকে তোয়াক্কা করে ভারতে দিকে এগিয়ে আসতে থাকে। এরপর জওয়ানরা গুলি চালানো শুরু করে। এরপর গোটা এলাকা সিল করে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় কাঁটাতারের পাশে তিনটি দেহ পড়ে থাকতে দেখা যায়। আর দুটি দেহ একটু দূরে পড়ে ছিল। তাঁদের থেকে রাইফেল আর নেশার সামগ্রী উদ্ধার করে সেনা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুপ্রবেশকারীরা পাকিস্তানের কুরিয়ার বয় হিসেবে কাজ করছিল। তাঁদের ব্যাগ থেকে নেশার সামগ্রী আর হাতিয়ার উদ্ধার হয়েছে। খবর পেতেই বিএসএফ এর উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। বিএসএফ এর আধিকারিকরা এই বিষয়ে পাকিস্তানি রেঞ্জার্সদের সাথে একটি ফ্লাইং মিটিং করার কথা ভাবছেন।
The post পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতের ঢোকার চেষ্টা! পাঁচ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে মারল BSF first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2YqgIxx
Bengali News