দেশজুড়ে গণেশ চতুর্থী উপলক্ষে মানুষজনের মনে বেশ উৎসাহ রয়েছে এর মধ্যেই দিল্লী (Delhi) থেকে একটা বড়ো খবর সমানে আসছে। রাজধানী দিল্লিকে আতঙ্কবাদীরা রক্তাক্ত করার পরিকল্পনা বানিয়ে ফেলেছিল যা ব্যার্থ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দিল্লীতে স্পেশাল সেল ISSI এর এক আতঙ্কবাদীকে গ্রেফতার করেছে।
কাল রাত থেকে ইনপুট আসার পর সুরক্ষাকর্মীরা দেশকে বিপদ থেকে মুক্ত রাখতে মাঠে নেমেছিল। যারপর রিং রোডের কাছে পুলিশের সাথে আতঙ্কবাদীদের গুলির লড়াই চলে এবং শেষমেষ একজন আতঙ্কবাদী গ্রেফতার হয়। আতঙ্কবাদীরা কোনো বড়ো ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল বলে মনে করা হচ্ছে। বড়োসড়ো ঘটনা ঘটাবার জন্য আতঙ্কবাদীর তরফে কিছু এলাকা চিহ্নিত করা হয়েছিল বলেও মনে করা হচ্ছে।
#WATCH Delhi: National Security Guard (NSG) commandos carry out search operation near Buddha Jayanti Park in Ridge Road area.
One ISIS operative was arrested from the site with Improvised Explosive Devices (IEDs), earlier today by Delhi Police Special Cell. pic.twitter.com/q1uodH5cYJ
— ANI (@ANI) August 22, 2020
রাজধানী দিল্লীকে রক্তাক্ত করার জন্য কোন নেটওয়ার্ক কাজ করছে তা এখন খোঁজার চেষ্টা চলছে। দিল্লীর রিং রোডের নিকটে আবু ইউসুফ খান নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া জঙ্গির কাছে বিস্ফোরক দ্রব্য ও পিস্তল পাওয়া গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। দুটি IED কে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানা গেছে।
Delhi: One ISIS operative arrested with Improvised Explosive Devices (IEDs) by Delhi Police Special Cell earlier today, after an exchange of fire at Dhaula Kuan; visuals from the incident site. pic.twitter.com/gGjsptIs5s
— ANI (@ANI) August 22, 2020
বর্তমানে এলাকায় NSG কমান্ডোরা ও সুরক্ষাকর্মীরা রয়েছেন যারা খুঁটিয়ে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে গ্রেফতার হওয়া আটক আতঙ্কবাদীকে দিল্লী পুলিশের স্পেশাল অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
The post বড়োসড়ো আতঙ্কবাদী হামলা থেকে দেশকে বাঁচিয়ে নিল দিল্লী পুলিশ! গ্রেফতার আবু ইউসুফ খান নামের জঙ্গি first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2FG1ldO
Bengali News