পাকিস্তানে সংখালঘু হিন্দুদের জোরপূর্বক ধর্ম পরিবর্তন, ল্যান্ড জিহাদ, পুরুষদের হত্যা ইত্যাদি কর্মকান্ড জারি রয়েছে। লজ্জার বিষয় এই যে, এসমস্ত কিছু ঘটনার ক্ষেত্রে দোষীদের কোনোদিন সাজা তো হয় না উল্টে প্রশাসন দোষীদের সাহায্য করে। সংখালঘু হিন্দুদের উপর হওয়া বেশিরভাগ অপরাধমূলক কাজে সরকার ও প্রশাসন কট্টরপন্থীদের পাশে দাঁড়ায়। যে কারণে পাকিস্তান হিন্দুদের জন্য নরকে পরিণত হয়েছে।
অন্যদিকে বিশ্বজুড়ে থাকা হিন্দু সমাজ তেমনভাবে সঙ্ঘবদ্ধ না হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানে থাকা হিন্দুদের জন্য বড়ো আওয়াজের দেখা মেলে না। হিন্দুদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে এখন পাকিস্তান থেকে একটা খবর সামনে আসছে যা অত্যন্ত দুঃখজনক।
A video from Burjhundi Shrine of Mian Mithu in Ghotki-Sindh. A Hindu girl Simran is converted to Islam. https://t.co/c5DkYEFSPe pic.twitter.com/usEb5oD0fj
— Rahat Austin (@johnaustin47) August 19, 2020
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সামাজিক কর্মকর্তা রাহাত অস্টিন একটা ভিডিও শেয়ার করেছেন। রাহাত অস্টিনের অনুযায়ী, সিমরান নামের এক হিন্দু যুবতীকে সিন্ধের মিরপুর এলাকা অপহরন করে তাকে ধর্ষণ করা হয়েছে এবং এখন তার ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করানো হয়েছে।
Look at the condition of Simran's mother. The family requested the court to meet their daughter but the court rejected their appeal by saying that they have to convert to Islam if they want to meet her. Hence, the HR minister says that minorities enjoy full rights & freedom. pic.twitter.com/Wy82RXmgtO
— Voice of Pakistan Minority (@voice_minority) August 20, 2020
প্রাপ্ত খবর অনুযায়ী পরিবারকে যুবতীর সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। যুবতীর সাথে দেখা করতে হলে ইসলাম কবুল করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে পরিবারকে। পরিবার আদালতের দারস্ত হলে আদালত বলেছে, মুসলীম পরিবারের সাথে অমুসলিমদের কোনো সম্পর্ক নেই। এই বলে আদালত পরিবারের আবেদন খারিজ করে দিয়েছে। যুবতীর পরিবারের লোকজন একেবারে ভেঙে পড়েছে এবং কান্না ছাড়া আর কোনো উপায় ওই হিন্দু পরিবার খুঁজে পাচ্ছে না।
The post ধর্ষনের পর জোরপূর্বক ধর্ম পরিবর্তন! মেয়ের সাথে দেখা করতে হলে পুরো পরিবারকে কবুল করতে হবে ইসলাম first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2FBPBZN
Bengali News