আগ্রার এক মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা সামনে এসেছে। ঘটনাটি আগ্রার পালিওয়াল পার্কের নিকট ঘটিত হয়েছে বলে জানা গেছে। যেখানে এক মন্দিরে রাখা মূর্তিকে ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়। মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দুরা আক্রোশ প্রকাশ করে। বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানায়।
দুই হিন্দু সংগঠন দাবি তুলে যে, যেসব দেবদেবীর মূর্তি ভাঙচুর হয়েছে বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেগুলোকে প্রশাসনের দ্বারা বদলানো হোক। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আক্রোশিত হিন্দুদের বোঝানোর চেষ্টা করে এবং সান্তনা দেয়। পুলিশ আশ্বাস দেয় যে মন্দিরে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে দেওয়া হবে।
বজরং দলের নেতা অনুপম পন্ডিত বলেন, আগ্রার ওই মন্দিরে অনেক ধার্মিক অনুষ্ঠান হয়ে থাকে। তিনি বলেন, সকালে লোকজন মন্দিরে গেলে দেখেন যে কেউ বা কারা মন্দিরের প্রতিমাকে ক্ষতিগ্রস্ত করেছে। মন্দিরের বেশকিছু মূর্তিকে ভাঙচুর করা হয়েছে। খবর হিন্দুবাদী সংগঠনগুলির কাছে গেলে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। যারপর পুলিশও ঘটনাস্থলে গিয়ে নতুন মূর্তি স্থাপনের জন্য আশ্বাস দেয়।
হিন্দু সংগঠনগুলি দাবি করেছে যে, মূর্তিগুলি পরিবর্তনক করে নতুন প্রতিমা স্থাপন করতে হবে। একই সাথে যারা এই ভাঙচুর চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। প্রশাসন হিন্দুদের দাবি মেনে নেয় এবং কারা ভাঙচুর চালিয়েছে তার উপর তদন্ত শুরু করে। আপাতত মূর্তিগুলি পরিবর্তন করার পক্রিয়া চলছে কিন্তু কারা মন্দিরে উপদ্রব করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, আগ্রা সাম্প্রদায়িক দিক থেকেও খুবই সংবেদনশীল এলাকা। আগ্রাতে অবৈধভাবে পশু হত্যা নিয়ে হিন্দু সংগঠনগুলি আগে বহুবার বিরোধ প্রদর্শন করেছে।
The post আগ্রার এক মন্দিরে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর! নতুন প্রতিমা স্থাপনের আশ্বাস দিল প্রশাসন first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2EMZ8wU
Bengali News