-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নরওয়ের রাজপথে ইসলাম বিরোধী মিছিল ঘিরে রণক্ষেত্র

- August 30, 2020

ওয়েব ডেস্কঃ নরওয়ের (Norway) রাজধানী ওসলোয় (Oslo) শনিবার এক ইসলাম বিরোধী র‍্যালির সময় অশান্তি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রশাসনিক আধিকারিকরা তঠস্থ হয়ে যান আর তৎক্ষণাৎ র‍্যালি বন্ধ করে দেন। এই র‍্যালির আয়োজন ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” (Stop Islamisation of Norway) নামের একটি সংগঠন করে।

সংবাদসংস্থা DPA অনুযায়ী, এই র‍্যালির সময় হাজার হাজার প্রদর্শনকারী রাস্তায় নেমে আন্দোলন করে। সংবাদসংস্থা NTV অনুযায়ী, স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে সংগঠনের এক মহিলা এই আন্দোলনে ধার্মিক গ্রন্থের পাতা ছিঁড়ে ফেলেন। ওই মহিলার বিরুদ্ধে এর আগেও ঘৃণাভরা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সরকারের তরফ থেকে অ্যাকশনও নেওয়া হয়েছিল।

মহিলার এই কাজের পর এই র‍্যালির বিরোধিতা করা মানুষেরা ‘স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” সংগঠনের সদস্যের উপর ডিম ছোঁড়ে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সংগঠনের কর্মীদের মুখোমুখি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেপার স্প্রে আর কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশ এই ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মানুষের মধ্যে অনেক মহিলা এবং নাবালকও আছে বলে জানা যায়। এর আগে সুইডেনেও এরকম মামলা থেকে অশান্তি ছড়ায়।

 

The post নরওয়ের রাজপথে ইসলাম বিরোধী মিছিল ঘিরে রণক্ষেত্র first appeared on India Rag.



from India Rag https://ift.tt/3b7ruxY
Bengali News
 

Start typing and press Enter to search