আগ্রাঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) আগ্রার (Agra) মলপুরার নিউ দক্ষিণ বাইপাসের টোল প্লাজার পাশে একটি বাসকে হাইজ্যাক (Agra Bus Hijack) করার ঘটনা সামনে এসেছে। ওই বাসে ৩৪ জন যাত্রী সওয়ার ছিলেন। বাস্টি গুরুগ্রাম থেকে মধ্যপ্রদেশের দিকে যাচ্ছিল।
চালক অনুযায়ী, একটি গাড়িতে সওয়ার কয়েকজন ভোর চারটে নাগাদা বাসের পিছু নিয়ে বাসটিকে থামায়। তাঁরা নিজেদের ফাইন্যান্স কর্মী বলেছিল। বাস থামার পর তাঁরা বাসটিকে নিজেদের কবজায় নিয়ে নেয়। এরপর বাসটিকে নিয়ে তাঁরা চম্পট দেয়। রাস্তায় একটি ধাবাতে বাসটিকে থামিয়ে সমস্ত যাত্রীদের খাওয়ার ও খাওয়ায়।
এর একটু পর তাঁরা চালককে গাড়ি থেকে নামিয়ে দেয়। চালক মলপুরা থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানায়। ঘটনার কথা জানতে পেরে পুলিশের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। বাস হাইজ্যাক করা দুষ্কৃতীদের উদ্দেশ্যে তল্লাশি চালানো হচ্ছে। গোটা জেলার পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
from India Rag https://ift.tt/3iUaqOG
Bengali News