নয়া দিল্লীঃ পাকিস্তানের (Pakistan) উপর ক্ষুব্ধ সৌদি আরবকে (Saudi Arab) প্রসন্ন করতে সৌদি পৌঁছান পাকিস্তানের আর্মি চীফ জেনারেল কমর জাভেদ বাজওয়া (General Qamar Javed Bajwa) চরম বেইজ্জত হলেন। খবর পাওয়া যাচ্ছে যে, সৌদির ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সলমান (Mohammed Bin Salman) পাকিস্তানি আর্মি চিফের সাথে সাক্ষাৎই করেন নি। এরবদলে বাজওয়া ক্রাউন প্রিন্সের ছোট ভাইয়ের সাথে বৈঠক করার অনুমতি পান। জানিয়ে দিই, ক্রাউন প্রিন্সের ছোট ভাই সৌদি আরবের উপ প্রতিরক্ষা মন্ত্রী।
শুধু তাই নয়, এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানের সেনা প্রধানকে একটি পদক দেওয়ার কথা ছিল, সেটাও সৌদি আরব এখন দেবে না বলে জানিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে দিই, সৌদি আরব দ্বারা কয়েক দশক পুরনো সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করার পর থেকেই পাকিস্তানের মাথা ঘুরে গেছে। পাকিস্তানের উপর চটে যাওয়া সৌদি আরবকে প্রসন্ন করার জন্য পাকিস্তানের সেনা প্রধান রিয়াদ গেছেন।
পাকিস্তানি বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বয়ানে চটে যাওয়া সৌদি পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেওয়ার ঘোষণা করেছে। তাঁরা ইসলামাবাদকে বাকিতে কাঁচা তেল আর কোন ঋণ দেবে না বলে জানিয়ে দিয়েছে। যদিও পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিকার বলেন, বাজওয়ার সৌদি যাত্রা পূর্ব পরিকল্পিত ছিল আর প্রতিরক্ষা বিষয় নিয়ে এই সফর ছিল।
পাকিস্তান দ্বারা লাগাতার কাশ্মীর ইস্যু তুলে ধরাই সৌদির চটে যাওয়ার প্রধান কারণ। পাকিস্তান চেয়েছিল সৌদি আরব কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্ব মুসলিম সংগঠন OIC এর বৈঠক ডাকুক। কিন্তু সৌদি আরব সেই বৈঠক ডাকতে রাজি হয় নি। এরপরই পাক বিদেশ মন্ত্রী কুরেশি সৌদিকে হুমকি দেয়। আর তখন থেকেই সৌদি পাকিস্তানের মাথার উপর থেকে হাত তুলে নেয়।
from India Rag https://ift.tt/3aEsDwG
Bengali News