-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BJP নেতা ওয়াসিম বারির হত্যাকারী পাকিস্তানি জঙ্গি উসমান ভাইকে খতম করল সেনা

- August 18, 2020

শ্রীনগরঃ বিজেপি নেতা ওয়াসিম বারির হত্যাকারী লস্করের (Lashkar-e-taiba) কম্যান্ডারকে জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় একটি অভিযানে ভারতীয় সেনার জওয়ানরা নিকেশ করেছে। এক আধিকারিক জানান, সোমবার CRPF এর দুই জওয়ান আর জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ান জঙ্গি হামলায় শহীদ হওয়ার পর জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালানো শুরু হয়। এই অভিযানে গতকাল দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আর আজ এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

পুলিশ আধিকারিক জানান, লস্করের ওই পাকিস্তানি কম্যান্ডারের নাম উসমান ভাই। আধিকারিক জানান, উত্তর কাশ্মীরের করিরি এলাকায় জঙ্গিদের হামলায় CRPF এর দুই জওয়ান শহীদ হন। এর সাথে সাথে কাশ্মীর পুলিশের এক জওয়ানও শহীদ হন। এরপর জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়।

জঙ্গিদের হামলার পর সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে দুই লক্সরের জঙ্গিকে নিকেশ করা হয়। সেখানে লস্করের এক টপ কম্যান্ডার হায়দারও ছিল। আধিকারিক জানান, আরেক জঙ্গিকে আজ নিকেশ করা হয়েছে। উনি জানান, এনকাউন্টারের পর জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।



from India Rag https://ift.tt/34d3Mir
Bengali News
 

Start typing and press Enter to search