-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নেপোটিজম নিয়ে এত হট্টগোল কিসের, আমাদের কঠোর পরিশ্রম করে স্টার হতে হয়: সোনাক্ষী সিনহা

- August 18, 2020

সম্প্রতি দেশজুড়ে বলিউডের নেপোটিজম তথা পরিবারবাদকে নিয়ে চর্চা তীব্র হয়েছে। সুশান্ত সিং রাজপুতের ঘটনার পর এই আলোচনা তুঙ্গে পৌঁছেছে। খান পরিবার, কাপুর পরিবার বলিউডকে নিজের হাতের মুঠোয় রাখতো বলে অভিযোগ উঠছে। একইসাথে এই পরিবারগুলির সাথে দাউদ ইব্রাহিমের লিংক আছে বলেও অনেকে অভিযোগ করেছে।

সোশ্যাল মিডিয়ায় বহুজন খান ও কাপুরদের সিনেমা বয়কট করার ডাক দিয়েছেন। দেশজুড়ে সমালোচনার যে ঝড় চলছে তাতে সোনাক্ষী সিনহা, কারিনা কাপুর খানের মতো অভিনেত্রীকেও আক্রমন করা হয়েছে। সোনাক্ষী সিনহা, কারিনা কাপুর খান নেপোটিজমের জেরে বলিউডে নিজের আধিপত্য বজায় রেখেছে বলে অভিযোগ উঠেছে। সোনাক্ষী শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ায় তার উপরেও সোশ্যাল মিডিয়ায় আক্রমনের বন্যা নেমে এসেছে।

 

এমন তর্ক বিতর্কের মধ্যে সোনাক্ষী সিনহা তার পতিক্রিয়া দিয়েছেন। সোনাক্ষী সিনহা বলেছেন, নেপোটিজমকে এত হাইলাইট করে তুলে ধরার কিছু নেই কারণ এতেও পরিশ্রম লাগে। অর্থাৎ বলিউডে কেরিয়ার গড়তে গেলেও অনেক পরিশ্রম লাগে নেপোটিজম দিয়ে কিচ্ছু হয় না।

আসলে বড়ো তারকাদের ছেলে মেয়েদের কাজে টেনে নয় নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করছেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষী বলেছেন আমার বাবা কখনো কাউকে ফোন করে সিনেমাতে সুযোগ করে দিতে বলেননি। এই বিষয়ে আবার সোনাক্ষী নাম না নিয়েই কঙ্গনা রানাওয়াতকে আক্রমন করেছেন। কঙ্গনার জন্য তার বোন একের পর এক কাজ পাচ্ছেন বলেও এই ইস্যুতে আক্রমন করেন সোনাক্ষী সিনহা।



from India Rag https://ift.tt/2Q0byUu
Bengali News
 

Start typing and press Enter to search