-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় সফলতা অর্জন করল ভারত, মোস্ট ওয়ান্টেড জঙ্গি মোহম্মদ জুবেইরকে তুলে আনা হল আমেরিকা থেকে

- May 21, 2020

নয়া দিল্লীঃ জঙ্গি সংগঠন আলকায়েদার (Al-Qaeda) এক বড় জঙ্গি মোহম্মদ ইব্রাহিম জুবেইরকে (mohammed ibrahim zubair) ভারতের (india) হাতে তুলে দিলো আমেরিকা (America)। ১৯ মে ওই জঙ্গিকে ভারতে আনা হয়। তাঁকে পাঞ্জাবের অমৃতসরে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। হায়দ্রাবাদের বাসিন্দা মোহম্মদ ইব্রাহিম জুবেইর আলকায়েদার জন্য ফাইন্যান্সিং এর কাজ করত। তাঁকে আমেরিকার এক আদালত জঙ্গি ঘটনায় দোষী সাব্যস্ত করে।

২০১১ সালে মোহম্মদ ইব্রাহিম জুবেইরকে গ্রেফতার করে আমেরিকা। জুবেইর তেলেঙ্গানার বাসিন্দা আর পেশায় ইঞ্জিনিয়ার। আমেরিকা তাঁকে জঙ্গি কার্যকলাপে দোষী পেয়েছে। জুবেইর আমেরিকার তাঁর সাজা সম্পূর্ণ করেছে। এবার আমেরিকা তাঁকে ভারতের হাতে তুলে দিলো।

আমেরিকার আদালত তাঁকে পাঁচ বছরের সাজা শুনিয়েছিল। জুবেইর এর ভাইকে ২৭ বছরের সাজা শুনিয়েছে আমেরিকার আদালত। ইব্রাহিম জুবেইরকে বুধবার কড়া সুরক্ষার মাধ্যমে ভারতে আনা হয়। ভারতীয় সুরক্ষা আধিকারিকরা জুবেইরের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আর তাঁর কাছে জানতে চাইছে যে, সে ভারতে কোন জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল কি না।



from India Rag https://ift.tt/2ziy2LC
Bengali News
 

Start typing and press Enter to search