-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চিন আর ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনায় আসরে নামছেন NSA অজিত দোভাল, তৈরি করলেন রোড ম্যাপ

- May 22, 2020

নয়া দিল্লীঃ লাদাখ আর সিকিমে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল (LAC) নিয়ে ভারত (INDIA) আর চিনের (China) সেনার মধ্যে উত্তেজনা খতম করার জন্য কূটনৈতিক স্তরে কথাবার্তার প্রচেষ্টা চলছে। চর্চার মাধ্যমে সেনা শক্তির বদলে কূটনৈতিক দিক থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা খোঁজা হচ্ছে।

শীর্ষ স্তরে কথাবার্তা বলার জন্য আপাতত কোন মঞ্চ তৈরি নেই। আর এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (NSA Ajit Doval) রোড ম্যাপ তৈরি করছেন।

কয়েকদিন ধরে ফ্ল্যাগ মিটিং আর হটলাইনে কথাবার্তার চেষ্টা চলছে। উচ্চপদস্থ সুত্র অনুযায়ী, লাদাখের চুসুল আর দৌলত বেগ ওল্ডী সীমান্তে মঙ্গলবার আর বুধবার ব্রিগেডিয়ার স্তরে কথাবার্তা হয়েছিল, কিন্তু কোন সমাধান হয়নি। উল্লেখ্য, ৩ হাজার ৪৮৮ কিমি ভাগ করা সীমানার দুটি দেশই নিজের নিজের সিদ্ধান্তে অটল। চিনের অভিযোগ হল, ভারত তাদের সীমান্তে ঢুকে রাস্তা বানাচ্ছে।

ভারত জানাচ্ছে যে, তাঁরা নিজেদের সীমান্তেই রাস্তা বানাচ্ছে। আর এর মধ্যে দুই তরফের সেনার মোতায়েন আর পেট্রোলিং বাড়ানো হয়েছে। গত শনিবার সিকিমের নাকুলায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে দুই দেশের ১১ সেনা জওয়ান আহত হয়েছিল।



from India Rag https://ift.tt/3gdbFI9
Bengali News
 

Start typing and press Enter to search