-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তাবলীগ জামাতই ভারতে করোনা ছড়িয়েছে, ওদের বিরুদ্ধে দায়ের হোক দেশদ্রোহ এর মামলাঃ ইকবাল আনসারি

- April 21, 2020

লখনউঃ বাবরি মসজিদের পক্ষকার ইকবাল আনসারি (Iqbal Ansari) তাবলীগ জামাতের (Tablighi Jamaat) উপর দেশদ্রোহ এর মোকদ্দমা দায়ের করার আবেদন জানিয়েছে। উনি ভারতে করোনার বৃদ্ধি পাওয়া মামলার জন্য মরকজে অংশ নেওয়া সদস্যদের সবথেকে বড় দোষী বলেছেন। ইকবাল আনসারি বলেন, করোনা কোন জাতি, ধর্ম দেখে আক্রমণ করেনা। আর এই জন্য জামাতের মানুষদের দেশ নিয়ে ভাবা উচিৎ ছিল। জামাতের সদস্যরা যা করেছে, সেটা দেশদ্রোহিতা।

রবিবার তাবলীগ জামাতকে একহাতে নিয়ে ইকবাল আনসারি বলেন, ‘এদের সরকার আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, কোনরকম যেন ভিড় না জমানো হয়, এরপরেও তাবলীগ জামাতের সদস্যরা হাজার হাজার মানুষের ভিড় জমায় আর এরপর গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে দেয়।”

দেশজুড়ে লুকিয়ে থাকা এই সংগঠনের সাথে জড়িত মানুষদের তল্লাশির মধ্যে ইকবাল আনসারি অভিযোগ করে বলেন যে, সরকার জামাতে সদস্যদের চিকিৎসার জন্য ডেকেছিল, কিন্তু এরা সামনে আসেনি আর অন্যদের মধ্যে করোনা ছড়িয়ে দেয়। এরাই দেশে করোনা ছড়িয়েছে। উনি বলেন, তাবলীগ জামাতের উপর দেশদ্রোহ এর মামলা দায়ের হওয়া অত্যন্ত জরুরী।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকার আর উত্তর প্রদেশের যোগী সরকারের প্রশংসা করেন ইকবাল আনসারি। উনি বলেন, করোনার সংক্রমণ রোখার জন্য সরকার সম্পূর্ণ শক্তি কাগিয়ে দিয়েছে। দেশ থেকে খুব তাড়াতাড়ি করোনা খতম হবে। এরজন্য শুধু দেশের জনগণকে সরকারে দিশা নির্দেশ পালন করতে হবে।



from India Rag https://ift.tt/2wUKz6S
Bengali News
 

Start typing and press Enter to search