করোনা মহামারির সঙ্কট থেকে বের হলেও খুব শীঘ্রই যে সমস্ত বিশ্ব আর্থিক সংকটের মুখোমুখি হবে তা নিয়ে সন্দেহ নেই। এখন থেকেই বহু নামী দামী সংস্থা দাবি করেছে এই মহামারির কারণে বিশ্বের অনেক কোটি মানুষ চাকরি থেকে ছাঁটাই হবেন। এমন ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে সব দেশ নিজের নিজের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে নেমে পড়েছে। এই আর্থিক মন্দার মধ্যে এক ভালো খবর সামনে আসছে। এক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বেশকিছু কোম্পানি তাদের ইউনিটগুলি চীন থেকে উঠিয়ে ভারতে প্রতিস্থাপন করবে।
চীন ও আমেরিকার মধ্যে ভবিষ্যত পরিস্থিতির কথা চিন্তা করেই দক্ষিণ কোরিয়ার কিছু কোম্পানি এই সিধান্ত নিয়েছে। Hyundai Steel ও POSCO এই দুটি কোম্পানির নাম আপাতত সামনে আসছে যারা তাদের ইউনিটগুলি চীন থেকে সরিয়ে ভারতে আনার সিধান্ত নিয়েছে।
এক্ষেত্রে কোম্পানিগুলি সরকারের সাথে আলোচনারত রয়েছে। এই দুটি কোম্পানি অন্দ্রপ্রদেশে শিফট করার বিষয়ে আগ্রহ প্ৰকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার ডেপুটি কনসাল জেনারেল ইউপ লি বলেছেন এখন মহামারির কারণে সমস্তকিছু পক্রিয়া দেরিতে হচ্ছে। উনি বলেন, আমাদের আরো কিছু কোম্পানিও ভারতে স্থানন্তরনের বিষয়ে চিন্তাভাবনা করছে। এর আগে জাপানের বেশকিছু কোম্পানি চীনকে বড় ঝটকা দিয়েছে।
জাপানের সরকারের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত জাপানি কোম্পানিগুলি চিনে রয়েছে তাদেরকে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। এর জন্য জাপান সরকার কোম্পানি বা ফ্যাক্টরীগুলির জন্য ২.২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে।
এই আর্থিক সাহায্য সময়ের সাথে সাথে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে জাপান সরকার। অন্যদিকে ইউনাইটেড কিংডম (UK) তাঁদের দেশে 5g টেকনোলজির জন্য চীনের কোম্পানি হুয়াবেকে সম্মতি দিয়েছিল। কিন্তু এখন UK পুরো পাল্টি খেয়েছে।
from India Rag https://ift.tt/2zeIEeb
Bengali News