-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভয়ের চোটে ভারতে পাকিস্তানি সেনার ওয়েবসাইট নিষিদ্ধ করল ইমরান খান!

- August 04, 2019

জম্মু কাশ্মীরে বাড়তি উত্তজনার মধ্যে পাকিস্তানি সেনা তাঁদের ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করে দিলো। এর মানে এই যে, এবার কোন ভারতীয়ই পাকিস্তানি সেনার ওয়েবসাইট দেখতে পাবেনা। ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে যে, এই ওয়েবসাইটের সমস্ত তথ্য ওয়েবসাইটের মালিক আপনার দেশে নিষিদ্ধ করে রেখেছে।

পুলওয়ামা হামলার পর পাকিস্তান আর ভারতের সম্পর্কে আবারও চির ধরছে। একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে কাশ্মীর ইস্যু নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল। ইমরান খান লাগাতার ট্যুইট করতে থাকেন এই কাশ্মীর মামলা নিয়ে। উনি কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে মধ্যস্থতা করার জন্য আবেদন করেন। উনি বলেন, ভারত যা করছে, সেটার ফলে উত্তেজনা বাড়ছে। উনি ভারতের উপর অভিযোগ এনে বলেন, ভারত ক্লাস্টার বোমার ব্যাবহার করছে। ইমরান খান সংযুক্ত রাষ্ট্রকে এই মামলা নিয়ে দেখার আবেদন করেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী লেখেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার করতে চেয়েছিলেন। এবার এটা করার সময় চলে এসেছে, কারণ সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। এতটাই খারাপ হয়ে গেছে কাশ্মীরের পরিস্থিতি যে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা আক্রমনাত্বক হয়ে গেছে।”

ইমরান খান আরেকটি ট্যুইট করে লেখেন, সংযুক্ত রাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের মানুষদের আত্মনির্ণয় তাঁদের অধিকারের প্রয়োগ করতে দেওয়া উচিত। উনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি আর সুরক্ষার একমাত্র রাস্তা হল, কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ আর ন্যায়পূর্ণ ভাবে সমাধান করা।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2OGUSU5
Bengali News
 

Start typing and press Enter to search