শেষমেষ সেই দিন চলেই এলো যে দিনের জন্য দেশের রাষ্ট্রবাদীরা বহু সময় ধরে অপেক্ষা করে ছিল। রাজ্যসভায় ভাষণের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিলেন যে জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ বিলুপ্ত। বিগত বেশকিছু দিন ধরে সরকার ধারা 370 মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। 370 বিলুপ্ত করায় 35A আপনাআপনি মুছে গেল। সরকার রাষ্ট্রপতিকে সুপারিশ করে দিয়েছে ধারা 370 বিলুপ্ত করার জন্য।
Resolution revoking Article 370 from J&K moved in Rajya Sabha. pic.twitter.com/ayUAqJdb6o
— ANI (@ANI) August 5, 2019
বিরোধী দল বিশেষ করে কংগ্রেস সরকারের বিরোধ শুরু করেছে। তবে সরকার নিজের কাজ করে দিয়েছে। অমিত শাহ তার মাস্টারস্ট্রোক ছুঁড়ে দিয়েছেন। সদনে হাঙ্গামা চলছে ঠিকই কিন্তু 370 বিলুপ্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করে দিয়েছেন। আজ ৫ ই অগস্ট, ঐতিহাসিকভাবে ধারা ৩৭০ মুছে ফেলার ঘোষণা করেছেন অমিত শাহ। বিগত কয়দিন ধরে জম্মু-কাশ্মীরে যে মুভমেন্ট চলছিল তার ফল এখন সামনে চলে এসেছে। সরকার রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে দিয়েছেন।
Constitution(application to Jammu and Kashmir) Order 2019 pic.twitter.com/ueZWl8VU59
— ANI (@ANI) August 5, 2019
রাষ্ট্রপতির হস্তাক্ষরের জন্য পৌঁছে যাবে বিল। যারপর বদলে যাবে কাশ্মীর সহ পুরো দেশের ভবিষৎ। নেহেরু রাষ্ট্রপতির দ্বারা জম্মু-কাশ্মীরে 370 লাগু করেছিল। অমিত শাহ এখন সেই ধারা বিলুপ্ত করে ইতিহাস গড়ে দিয়েছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2M1n6a3
Bengali News