-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জম্মু-কাশ্মীর থেকে হটিয়ে দেওয়া হলো কাশ্মীরের পতাকা, এবার শুধু উড়ছে ভারতের পতাকা।

- August 05, 2019

কেন্দ্র সরকার দেশবাসীকে চমক দিয়ে এক ঝটকায় ধারা 370 বিলুপ্ত করে দিয়েছে। সরকার তৎকাল প্রভাব ক্রিয়া করে সরাসরি 370 কে চিরদিনের জন্য মুছে দিয়েছে। এবার থেকে জম্মু-কাশ্মীরে ২ টি সংবিধান, ২ টি পতাকা থাকবে না। এবার থেকে জম্মু-কাশ্মীরে একটাই সংবিধান একটা পতাকা থাকবে। এতদিন J&K তে সেনার হাত বাঁধা থাকতো কারণ সেখানের সংবিধান ভিন্ন। এখন J&K ভারতের সংবিধানের অন্তর্গত। J&K ভারতের সুপ্রিম কোর্টের আদেশ লাগু হবে।

ভারতের সংসদে কোনো আইন তৈরি হলে তা J&K তেও লাগু হবে। জম্মু-কাশ্মীরে এবার RTI লাগু হবে। শুধু এই নয়, আগে জম্মু-কাশ্মীরের কত টাকা খরচ হচ্ছে তার হিসেব ভারতে পাওয়া যেত না। এখন এক এক আনার হিসেব রাখা হবে। জম্মু-কাশ্মীর এখন ভারতের একটা কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্র সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রয়েছে।

গতকাল J&K থেকে 370 বিলুপ্তের পর থেকেই একশন শুরু হয়ে গেছে। মেহবুবা মুফতি ও উমর আব্দুল্লাহকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরের পতাকাগুলি খুলে নিয়ে সব জায়গায় ভারতের পতাকা লাগানো হয়েছে। উদাহরণস্বরূপ, J&K সচিবালয়ে দুটি পতাকা ছিল একটা ভারতের একটা J&K এর। কিন্তু এখন সেখানে শুধু ভারতের পতাকা উড়ছে। শ্যামাপ্রসাদ মহাশয়ের স্বপ্ন পূরণ করে মোদী-অমিত শাহ দেশের রূপ বদলে দিয়েছেন তথা দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2T9p6xv
Bengali News
 

Start typing and press Enter to search