এক সময় ছিল যখন ভারতকে পাকিস্তান ও কাশ্মীরের কট্টরপন্থীরা হুমকি দিত। কেউ যদি 370 এ হাত দেয় তবে তার হাত জ্বালিয়ে দেওয়ার হুমকি আসতো। কেউ বলতো 370 স্পর্শ করলে জাতীয় পতাকাকে কাঁধে নেওয়ার মতো কেউ বাঁচবে না। পাকিস্তান হুমকি দিয়ে বলতো, আমরা পরমাণু শক্তি সম্পন্ন দেশ। পাকমন্ত্রী হুমকি দিয়ে বলতো ভারতের একটাও ঘাস বাঁচিয়ে রাখবো না, মন্দিরে একটাও ঘন্টা বাজবে না। দিনরাত হুমকি দেওয়া লোকজন কোথায় যেন উধাও হয়ে গেছে।
মোদী আজ সকলে অবাক করে ধারা 370 বিলুপ্ত করে দিয়েছে। ঐতিহাসিক সিধান্ত নিয়ে অমিত শাহ উনার কাজ করে দিয়েছেন। বিরোধীরা অনেক বিরোধ করেছিল ঠিকই তবে বিল পাশ করানোর মেশিন নামে পরিচিত অমিত শাহ ততক্ষনে নিজের কাজ করে দিয়েছিলেন। এত বড় পদক্ষেপ নেওয়ার পরেও এখন ভারতকে হুমকি দেওয়ার সাহস হয়নি পাকিস্তানের। পাকিস্তানের নেতারা একেবারে নিঃশ্চুপ।
কিছুদিন পরে দেশে ১৫ আগস্ট পালন হবে। মোদী আসার আগে যখন দেশে ১৫ আগস্ট পালন হতো তখন দিল্লী ও তার আশেপাশে সুরক্ষা ব্যাবস্থা হাই এলার্ট থাকতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন দিল্লী বা মুম্বাই নয়, উল্টে পাকিস্তান হাই এলার্ট জারি করে রেখেছে। মোদী জম্মু-কাশ্মীরে ৩৮ হাজার সেনা আগেই নামিয়েছিল, আর আজ আরো ৮ হাজার সেনা হেলিকপ্টার দিয়ে পৌঁছে গেছে। বোফোর্স কামান LOC তে নিযুক্ত করে রাখা রয়েছে। মোদী ও সেনা একশন মুডে রয়েছে ফলস্বরূপ পাকিস্তান হাই এলার্ট জারি রেখেছে। পাকিস্তান তাদের বেশকিছু ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MDNO81
Bengali News