-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

370 বিলুপ্তের পর দেশবিরোধী মন্তব্য করছিল মেহেবুবা! গ্রেফতার করে ঢুকিয়ে দেওয়া হলো জেলে।

- August 05, 2019

জম্মু-কাশ্মীর যতদিন একটা 370 ধারা কেন্দ্রিক রাজ্য ছিল ততদিন কট্টরপন্থীদের উপদ্রব চরমে ছিল। আজ জম্মু-কাশ্মীরকে ভেঙে কেন্দ্র শাসিত রাজ্যে পরিণত করা হয়েছে একইসাথে 370 ধারাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। আর ধারা বিলুপ্ত হওয়ার অর্থ ভারতের অন্য রাজ্যগুলির মতো কাশমীরেও ভারতের সংবিধান চলবে। আগে সেনাকে মুখ বুজে কট্টরপন্থীদের দাপট সইতে হতো। এখন পরিস্থিতি বদলে গেছে, এবার ধারা উঠে যাওয়ায় সরকার সেনা রুদ্ররূপে চলে এসেছে।

এখন প্রাপ্ত খবর অনুযায়ী, কাশ্মীরের কট্টরপন্থী নেত্রী মেহেবুবা মুফতিকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ভারত বিরোধী ভাষণ দেওয়ার জন্য কুখ্যাত মেহেবুবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর আগে মেহবুবাকে গৃহবন্দি রাখা হয়েছিল, এবার তাকে সরাসির গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর আজ থেকে কেন্দ্র শাসিত অঞ্চল যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শাসন চলছে। এখন কাশ্মীরে আর ধারা 370 নেই তাই কোনো রকম অশান্তি মেনে নেওয়ার মুডে নেই সেনা ও সরকার।

শান্তি ভঙ্গ করার মামলায় কেন্দ্র সরকার হরি নিবাস জেলে মেহেবুবাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 370 বিলুপ্তের পর মেহেবুবা দেশের বিরুদ্ধে মুখ খুলেছিল। পাকিস্তানের গুনগান গেয়ে ভারতকে গালি দিচ্ছিল মেহেবুবা। তাই সরকার মেহেবুবাকে জেলে বন্দি করে দিয়েছে। মেহেবুবা ভারতীয়দের অনুপ্রবেশকারী বলে গালি দিয়েছিল। কট্টরপন্থীদের উস্কানি দিয়ে দেশে অশান্তি ফেলানোর চেষ্টা করেছিল মেহেবুবা মুফতি। অন্যদিকে পাকিস্তান ধারা 370 এর উপর বিবৃতি দিতে শুরু করেছে। ভারত জম্মু-কাশ্মীর থেকে 370 উঠিয়ে দেওয়ায় পাকিস্তান মরাকান্না কাঁদছে। আগের পরিস্থিতি হলে এতক্ষণে পাকিস্তান পরমানু হামলার হুমকি দিত। কিন্তু এখন ভারত বদলে গেছে, পাকিস্তানের উপর একবার সার্জিক্যাল স্ট্রাইক একবার এয়ার স্ট্রাইক করে ক্ষমতা দেখিয়েছে। যার জন্য পাকিস্তান মরাকান্না কাঁদতে শুরু করেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YK0Rau
Bengali News
 

Start typing and press Enter to search