-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গুজরাটে পুলিশের উপর পাথর ছুঁড়ে আক্রমণ করলো কট্টরপন্থীরা! আহত ৪-৫ পুলিশকর্মী, লাগু ধারা ১৪৪

- July 06, 2019


একদিকে কেন্দ্রের মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশের শ্লোগান দিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি শুরু করেছে তথা হিন্দুদের উপর অত্যাচারকে অদেখা করছে। তো অন্যদিকে জিহাদি উন্মাদীরা দেশের নানা প্রান্তে উৎপাত চরমে পৌঁছে দিয়েছে। এমনকি বিজেপি শাসিত রাজ্য গুজরাট, উত্তরপ্রদেশেও কট্টরপন্থীরা উপদ্রপ শুরু করেছে। শুধু এই নয় দেশের রাজধানী দিল্লীতে হিন্দু মন্দির ভাঙচুরের লজ্জাজনক ঘটনা ঘটিত হচ্ছে। এখন গুজরাটের সুরাট থেকে কট্টরপন্থীদের উৎপাতের খবর সামনে এসেছে। সেখানে শুক্রুবার দিন পুলিশের উপর জিহাদীদের বিশাল ভিড় হামলা করেছে।আসলে ঝাড়খণ্ডের তথাকথিত মবলিনচিং এর উপর রালি বের করতে চেয়েছিল উন্মাদীরা।

প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও কট্টরপন্থীরা বেরিয়ে পড়ে রাস্তায় উপদ্রব করতে। পুলিশ ভীড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাদের উপর হামলা করে দেয় বিশাল ভীড়। পুলিশ কমিশনার সতীশ শর্মা জানিয়েছেন, মবলিনচিং এর উপর বিক্ষোপ প্রদর্শন করার জন্য জেলা প্রশাসনের থেকে অনুমতি চেয়েছিল। কিন্তু মবলিনচিং এর ঘটনা গুজরাটের নয় তাই বিক্ষোপ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি।।তা সত্ত্বেও উগ্রবাদীদের ভিড় রাস্তায় বেরিয়ে পড়ে। পুলিশ ভিড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে পুলিশের উপর পাথর ছোড়া হয়, রাস্তায় থাকা যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়।

জিহাদীদের ছোড়া পাথরের আঘাতে ৪-৫ জন পুলিশ গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে এলাকায় ধারা ১৪৪ জারি করা হয়েছে এবং কিছুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌক বাজার এলাকা উগ্রপন্থীদের ভিড় রালি শুরু করেছিল। বিবেকানন্দ সার্কেলের কাছে পুলিশ এদের আটকানোর চেষ্টা করলে তারা পুলিশের উপর পাথর ছুঁড়তে শুরু করে। এখন এলাকায় বহু পুলিশকর্মী নিযুক্ত করা হয়েছে এবং স্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2xEmPAp
Bengali News
 

Start typing and press Enter to search