দেশজুড়ে কট্টরপন্থীদের উৎপাত চরমে পৌঁছে গেছে। উত্তরপ্রদেশের আলীগড় মুসলিম ইউনিভার্সিটি যেন জোহাদীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। পুলবামা হামলায় দেশের জওয়ানরা বলিদান হওয়ায় AMU তে খুশি উৎযাপন করা হয়েছিল। সেই সময় AMU এর অনেক ছাত্র সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার বিরুদ্ধে অভদ্র মন্তব্য করেছিল। আর এখন আরো একবার AMU চর্চায় চলে এসেছে। AMU এর দুই ছাত্র হিন্দু ধর্মের উপর অভদ্র মন্তব্য করেছে। পুলিশ ওই দুই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, AMU এর দুই ছাত্র facebook এ হিন্দু ধর্মের উপর বাজে পোষ্ট করেছিল। ধর্মীয় অনুভুতি আহত করার অভিযোগ দুই ছাত্রের উপর মামলা দায়ের করা হয়েছে। দুই ছাত্রের মধ্যে একজন আলীগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে MBA করছে যার নাম ওমর রানা। অন্য জনের নাম জহেব আহমেদ সে কমার্স বিভাগের ছাত্র। এই দুই জেহাদী মানসিকতা সম্পন্ন ছাত্র হিন্দু ধর্মের উপর অভদ্র মন্তব্য করেছিল। যা ফেসবুক সহ বাকি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে পড়েছিল।
এরপর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে। এরপর পুলিশ, অভিযুক্ত যুবক দুটির ফেসবুক একাউন্ট এ পোষ্ট দেখার পর মামলা দায়ের করে।
এসএসপি থানা সিভিল লাইন্স পুলিশকে মামলাটি তদন্তের জন্য অভিযুক্ত ছাত্ৰদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। জিহাদি মানসিকতার সম্পন্ন যুবক দুটির খোঁজ জারি রয়েছে। পুলিসের ভয়ে দুই যুবক পলায়ন করেছে। যোগী প্রশাসন অস্বাসন দিয়েছে খুব শীঘ্রই দুজনকে গ্রেফতার করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JiaKI8
Bengali News