ভারতে কট্টরপন্থীদের উৎপাত চরমে পৌঁছে গেছে। যে সমস্ত খবর আগে শুধুমাত্র পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসতো সেই সব খবর
[contact-form]এখন ভারতের নান প্রান্ত থেকে আসছে। দিন প্রতিদিন হিন্দু জাতি ও হিন্দু ধর্মের উপর হিংসাত্মক ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে একটা ঘটনা সামনে আসছে। সেখানে এক কট্টরপন্থী হিন্দু মন্দিরে ঢুকে শিবলিঙ্গের উপর মূত্র ত্যাগ করেছে। এই ঘটনায় অভিযুক্তের নাম মহম্মদ ইরানি, সে বেশ কিছুদিন ধরে এলাকার একটা হিন্দু মন্দিরকে কু নজরে দেখছিল।
বুলন্দশহরের এক মন্দিরে হিন্দুরা প্রত্যেকদিন শিবলিঙ্গের মাথায় জল ঢালে। মহম্মদ ইরানি হিন্দুদের আস্থার উপর আঘাত হানার জন্য শিবলিঙ্গের উপর মূত্র ত্যাগ করে পলায়ন করেছে। লোকজন ঘটনাকে দেখতে পেয়ে মহম্মদ ইরানকে ধরার চেষ্টা করে কিন্তু সে পালিয়ে যায়। পুলিশকে ঘটনার সূচনা দেওয়া হয়েছে। এলাকার হিন্দুদের মধ্যে ব্যাপক আক্রোশ রয়েছে। অন্যদিকে মহম্মদ ইরানি পলাতক, পুলিশ তার খোঁজ চালাচ্ছে।
अब महादेव के मंदिर में घुस पर शिवलिंग पर किया गया पेशाब.
बुलन्दशहर में पवित्र श्रावण माह में जहां चढ़ाया जाना था जल उसी में घुस कर शिवलिंग पर किया पेशाब.@bulandshahrpol @adgzonemeerut @myogiadityanath @dgpup @HMOIndia @AmitShahOffice @AmitShah @narendramodi @CMOfficeUP pic.twitter.com/35taYfqEwW
— Sudarshan News (@SudarshanNewsTV) July 6, 2019
মাত্র কিছুদিন আগেই দিল্লীতে মা দুর্গার মন্দিরে ঢুকে কট্টরপন্থীরা ভাঙচুর চালিয়ে ছিল। আর এখন উত্তর প্রদেশের বুলন্দশহরে এক কট্টরপন্থী শিবলিঙ্গের উপর মূত্র ত্যাগ করেছে। উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার আছে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আছে। মূলত হিন্দু ভোটের উপর ভিত্তি করেই বিজেপির সরকার গঠন হয়েছে। কিন্তু সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়ে হিন্দুদের উপর এমন হিংসাত্মক ঘটনাকে অদেখা করছে প্রশাসন। দিল্লীতে মন্দির ভাঙচুর নিয়েও বিজেপি নিশ্চুপ ছিল আর এই ঘটনার ক্ষেত্রেও মুখে তালা লাগিয়ে নিয়েছে। দালাল মিডিয়া প্রত্যেক বারের মতো এবারেও ঘটনাকে ধামাচাপা দেওয়া চেষ্টা করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2RWAV9V
Bengali News