অজিত দোভাল (Ajit Doval) আগামী পাঁচ বছর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) থাকবেন। এবং সাথে সাথে ওনাকে আগামী পাঁচ বছরের জন্য নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিলো। একজন ক্যাবিনেট মন্ত্রী যেই যেই সুবিধা পান, সেই সব সুবিধা এবার থেকে উনিও পাবেন। কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকার এই দারুন সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা দেখে, ওনাকে আগামী পাঁচ বছরের জন্য ওই পদে বহাল রেখেছে সরকার।
উরিতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি দ্বারা হামলার পর, পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনা দ্বারা করা স্যার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার শ্রেয় অজিত দোভালকেই দেওয়া হয়। ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনা পাকিস্তানের ভিতরে ঢুকে স্যার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিল। ওই স্যার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা বানানো, এবং সেটিকে সফল করার পিছনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অনেক বড় যোগদান ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথ গ্রহণের পর জল্পনা উঠছিল এবার কে হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ? উরি পুলওয়ামা হামলার বদলা নেওয়ার পিছনে মাস্টার মাইন্ড অজিত দোভাল? না অন্য কেউ? কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটলো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপর ভরসা কায়েম থাকল মোদী সরকারের। ওনাকে ফের ওনার পদে বহাল করার সাথে সাথে, ওনাকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদাও দেওয়া হল।
অজিত দোভাল ১৯৬৮ ব্যাচের আইপিএস অফিসার। অজিত দোভাল ওনার কর্মজীবনের বেশিরভাগ সময়ই ইন্টেলিজেন্স ব্যুরো তে কাটিয়েছেন। তিনি প্রাক্তন আইপিএস প্রধানও ছিলেন। উনি দেশের স্বার্থে পরিচয় গোপন করে ছয় বছর পাকিস্তানে কাটিয়েছিলেন। ওনার কর্মজীবনের শুরুতে উনি একজন পুলিশ আধিকারিক ছিলেন, পরে ওনাকে ওনার কর্তব্যের জন্য ১৯৯৮ সালে কির্তী চক্র দিয়ে সন্মানিত করা হয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MqxmcL
Bengali News