লোকসভা নির্বাচন ২০১৯ এ বিজেপির (Bharatiya Janata Party) এরাজ্যে সাফল্য দেখে ঘুম উড়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee)। আর সেই কারণে এরাজ্যে এখন নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ‘জয় শ্রী রাম” স্লোগান। মমতা ব্যানার্জীকে রাস্তায় দেখলেই জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছেন বিজেপির কর্মীরা। আর মমতা ব্যানার্জীও গাড়ি থেকে নেমে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে কটু কথা বলে ‘জয় শ্রী রাম” স্লোগানকে গালাগালি বলে আখ্যা দিচ্ছেন। এমনকি যারা যারা এই স্লোগান দিচ্ছে, তাঁদের জেল বন্দিও করা হচ্ছে মমতা ব্যানার্জীর নির্দেশে।
গত বৃহস্পতিবার অর্জুন সিং এর দুর্গ ভাটপাড়ায় মমতা ব্যানার্জীর কনভয় দেখে জয় শ্রী রাম বলা ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর এরপর বিজেপির সাংসদ অর্জুন সিং অভিনব কায়দায় প্রতিবাদ করে মমতা ব্যানার্জীর বাড়িতে ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠাতে চলেছেন। তৃণমূলও আবার পাল্টা অর্জুন সিং এর হোয়াটসঅ্যাপে ‘জয় হিন্দ, জয় বাংলা” লিখে প্রতিবাদ জানাচ্ছে।
তবে এবার বিতর্ক জয় শ্রী রাম স্লোগান নিয়ে না, এবার বিতর্ক বিজেপি কর্মী সমর্থকদের মাথা কেটে নিয়ে যাওয়ার হুমকির পোস্টার নিয়ে। মধ্যমগ্রামের পুর এলাকার পাটুলি শিবতলার একটি সেলুনে ‘বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাবো” পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা দিলো এমন হুমকির পোস্টার সেটা এখনো জানা যায়নি। তবে এই হুমকির পোস্টার যে বিজেপির কর্মী সমর্থকদের মনে ভয় ধরানোর জন্য লাগানো হয়েছে, সেটা বলা বাহুল্য।
বিজেপি নেতৃত্বর দাবি, শাসক দল তৃণমূল এলাকায় দাঙ্গা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। রাজ্যের শাসক দলের কর্মীরাই ওই পোস্টার লাগিয়েছে বলে জানায় মধ্যমগ্রাম বিজেপি নেতৃবৃন্দ। আরেকদিকে এই অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছে তৃণমূল। ওই কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী ছিলেন ডঃ মৃণাল কান্তি দেবনাথ। এবং তৃণমূলের প্রার্থী ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। তৃণমূল ওই কেন্দ্রে সহজেই বিজেপিকে হারিয়ে দিয়েছে। আর বিজেপির অভিযোগ অনুযায়ী, কাকুলি ঘোষ দস্তিদার জেতার পরেই ওই এলাকায় তৃণমূলের সন্ত্রাস আরও বেড়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Mo9IxH
Bengali News