নিজেকে মহান মনে করে অপরজনদের নীচ বলা ব্যাক্তি অহঙ্কারে পরিপূর্ণ হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বলিউডের লেখক, অভিনেতা এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাভেদ আখতার এক নতুন কারনামা করেছেন। তবে এটা জাভেদ আখতারের পুরানো অভ্যাস। এর আগে হরিয়ানায় কমনওয়েলথ গেমের লোয়াড় যারা দেশের জন্য মেডেল জিতে এনেছিলেন তাদেরকে কম পড়াশোনার করা ব্যাক্তি, মূর্খ ব্যাক্তি ইত্যাদি বলে অপমানিত করেছিলেন জাভেদ আখতার। এছাড়া উনার সিনেমাগুলিতে খুব চালাকির সাথে হিন্দু বিদ্বেষী কর্মকান্ড দেখানোর অভিযোগও অনেকবার সামনে এসেছে।
তাই জাভেদ আখতারের মানসিকতা নিয়ে বার বার প্ৰশ্ন উঠেছে। বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী জাভেদ আখতার নিজেকে মহান এবং বাকিদের নীচ দেখানোর যে প্রয়াস করেন তা বার বার সকলের সামনে ফুটে উঠে। এই মানসিকতা নিয়েই জাভেদ আখতার মোদী সমর্থকদের নীচ ঘোষণা করে দিয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। জাভেদ আখতার নাকি বলেছেন, যারা মোদীকে সমর্থন করে তারা লো কোয়ালিটি অর্থাৎ নীচ। জাভেদ আখতার সমস্ত মোদী সমর্থকদের নীচ বলেছেন, কারণ মোদী সমর্থকরা উনাকে সোশ্যাল মিডিয়ায় বেশ দারুণভাবে জবাব দেয়।
জাভেদ আখতার কোটি কোটি মোদী সমর্থকদের লো কোয়ালিটির অর্থাৎ নিচ ব্যাক্তি বলেছেন। জানিয়ে দি, জাভেদ আখতারের সাথে সাথে উনার ছেলে ফারহান আখতার এবং উনার বেগম সাবানা আজমীও মোদীর বিরোধ করেন। লোকসভা নির্বাচনের সময় ফারহান আখতার বিজেপিকে ভোট না দেওয়ার জন্য প্রচার করেছিল। আর এখন জাভেদ আখতার মোদী সমর্থকদের নিচ বলে বিতর্কে জড়িয়ে পড়েছেন।
প্রসঙ্গত জানিয়ে দি, লোকসভা নির্বাচনের সময় জাভেদ আখতার বেগুসরাইতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুব প্রচার চালিয়েছিলেন। কানাইয়া কুমারের হয়ে প্রচার করেছিলেন জাভেদ আখতার। কিন্তু শেষমেষ সেখানের কানাইয়া কুমারের হার হয় এবং বিজেপির পার্থী জয়লাভ করে। সম্ভবত সেই কারণেও মোদী সমর্থকদের উপর রেগে আছেন জাভেদ আখতার। আসলে জাভেদ মনে করেন যে একমাত্র উচ্চ কোয়ালিটির লোক বলতে উনি আছেন বাকি সব লো কোয়ালিটির।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WIuuMn
Bengali News