-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর: দেশে ছেড়ে চলে যাচ্ছিলেন Jet Airways এর মালিক! বিমান বন্দরেই করা হলো আটক।

- May 25, 2019


নরেন্দ্র মোদী ২.০ ভার্সন এর কাজ শুরু হয়ে গেছে যাকে কেন্দ্র করে এক বড় খবর সামনে আসছে। শপদ গ্রহণের আগেই দুর্নীতি দমন,অপরাধ দমনে উপর কাজ শুরু করা হয়েছে। যেসব অপরাধী এবং দুর্নীতিগ্রস্থ ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে ভারত থেকে চলে গেছে তাদেরকে কিছু সময়ের মধ্যে ভারতে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখন আর নতুন করে কোনো আর্থিক অপরাধীকে ভারত থেকে পলায়ন করতে দেওয়া যাবে না। গতকাল ঠিক এমনি ঘটনা দেখা গেছে যার উপর পুরো দেশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জেট এয়ারওয়েস এর মালিক নরেশ আগরওয়াল নিজের স্ত্রীকে সাথে নিয়ে মুম্বাই এয়ারপোর্ট থেকে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল।

নরেশ গোয়েল তার স্ত্রী আনীতা গোয়েলের সাথে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদেরকে বিমান বন্দরেই এটাকে দেওয়া হয়। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নরেশ গোয়েল ও অনিতা গোয়েলকে বিদেশ যাওয়ার আগেই এটাকে দেয়। এই দুজনকে গ্রেফতারের কোনো আদেশ নেই, যে কোনো দেশে এই দুজন ঘুরতে পারে। কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দুজনকে আটকে দেয়।

মোদী ২.০ ভার্সন এর কাজ শুরু হয়ে গেছে। মোদী এখন আধিকারিকভাবে শপদ গ্রহণ করেননি কিন্তু এখন থেকেই যেভাবে কাজ শুরু হয়েছে তা দেখার মতো। এটা স্পষ্ট যে মোদী ২.০ এর আমলে কোনো দুর্নীতিগ্রস্থকে ছাড়া হবে না। দুর্নীতি দমন নিয়ে সরকার আরো কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবে তা নিশ্চিত। আরো একটা বড় খবর সামনে আসছে। খবর অনুযায়ী, ED রবার্ট ভাদ্রার অগ্রিম জামিন বাতিল করার মাঠে নেমে গেছে। এর জন্য ইডি আদালতে পিটিশন জারি করতে চলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2EwFWAw
Bengali News
 

Start typing and press Enter to search