দেশে এখনো অব্দি সবচেয়ে বড় খবর হলো ২৩মে-র স্মরণীয় দিন। যেইদিন মতগণনা শুরু হতেই সরকাররের ছবি সবার সামনে চলে আসে। NDAভারী বহুমত দ্বারা আগে বেরিয়ে আসে। যেটি দেখে বিপক্ষীয় পার্টির তরফ থেকে সবার নরেন্দ্র মোদিকে অভিনন্দন দেওয়া শুরু হয়ে যায়। সে J&K-র পূর্ব মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি হোক, বা ওমর আব্দুল্লা, রাহুল গান্ধী, বা অরবিন্দ কেজরিওয়াল বা আমেরিকা হোক কি জার্মানি। সবদিক দিয়েই পিএম মোদিকে ক্ষমতা আবার পাওয়ার জন্য শুভকামনা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এর মাঝে পাকিস্তান থেকে একটি অবাক করে দেওয়া ঘটনা সামনে আসে। যেখানে ২৩শে মে ভারতে মতগণনা শুরু হয়, সেখানে একদিন আগে অর্থাৎ ২২শে মে পাকিস্তানে ‘শাহীন-২ মিসাইল’ এর পরীক্ষণ করা হয়। অর্থাৎ মোদীর উপর পাকিস্তানের কতটা ভয় তা প্রকাশ হতে শুরু হয়েছে।
এই ব্যাপারে পাকিস্তান বলেন যে ‘এটি একধরনের মাটি থেকে মাটি র উপর মার করা বৈলাস্টিক মিসাইল ‘, যেটি ১৫০০ মাইল অব্দি জায়গা বা ক্ষেত্রকে কভার করতে পারবে। এই মিসাইলের দ্বারা পরমাণু ও পারমপরিক হাতিয়ারও বহিস্কার করা যেতে পারে। একদিকে পাকিস্তান শান্তির কথা বলে, আবার অন্যদিকে এরকম কাজ করে, যেটি ওই পারে সন্দেহ সৃষ্টি করে। এবার এটিকে সার্জিকাল স্ট্রাইক বা বালাকোটে হওয়া এয়ার স্ট্রাইককে নিয়ে পাকিস্তানের ভয় বলা হবে নাকি অন্য কিছু বলা যাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের সেনা মন্তব্য করেছে যে ” এই মিসাইল তাদের দরকারকে পূরণ করবে, যাতে সেই এলাকায় কেউ তাদের উপর চোখ তুলে তাকাতে না পারে ও দেশের শান্তি বজায় থাকে। তাদের অনুযায়ী ‘ইম্পেক্ট পয়েন্ট’ আরব সাগরে ছিল। জানিয়ে রাখি, এই ধরণের মিসাইল পরীক্ষণ করার আগে সমুদ্রে ও প্রতিবেশী দেশেও এলার্ট করতে হয়। আর সাথেই পরীক্ষণের স্থানে বিমানের আন্দোলন আটকে দেওয়া হয়।
কিন্তু ভারতের কাছে এই বিষয়ে কোনো খবর ছিল না তথা ভারতকে এই বিষয়ে আগে থেকে জানানো হয়নি। শুধু তাই নয় নিজের পরিচয় না বলার শর্ত নিয়ে এক মন্ত্রী রাইটারস দের বার্তা দেন যে ” যদি আপনার একটি মিসাইল ছাড়েন তবে আমরা তিনটি ছাড়বো। ভারত যাই করবে আমরা তার তিনগুন বেশি করবো।” আর রাইটারসদের অনুরোধ করার পরও পাকিস্তানি সেনা এই বিষয় কোনো বয়ান দেওয়ার জন্য মানা করে দেন। কিন্তু মতগণনার ঠিক একদিন আগে এটি হওয়া মোদি সরকারের প্রতি তাদের ভয়কে প্রকাশিত করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JGDMCz
Bengali News