-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্তানের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত, PCB বলল তবুও আমরা ইংল্যান্ডে দল পাঠাব

- June 23, 2020


ওয়েবডেস্কঃ পাকিস্তানের ক্রিকেট টিমে (Pakistan Cricket team) করোনার ছায়া। পাকিস্তানের (Pakistan) আরও সাতজন প্লেয়ার করোনায় আক্রান্ত হলেন। সোমবার নতুন করে তিনজনের মধ্যে করোনা পাওয়ার পর, মঙ্গলবার আরও সাতজনের শরীরে করোনা ধরা পড়ে। পাকিস্তান দলের ফকর জামান, ইমরান খান, কাশিফ ভট্টি, মোহম্মদ হাফিজ, মোহম্মদ হসনেন, মোহম্মদ রিজওয়ান আর ওয়াহাব রিয়াজের শরীরে করোনা পাওয়া গেছে।

সোমবার পাকিস্তানের তিন ক্রিকেটার হারিস রাউফ, শাদাব খান আর হায়দার আলীর দেহে করোনা পাওয়া গেছিল। এবার মোট ১০ জন পাকিস্তানি ক্রিকেটার করোনার প্রকোপে আক্রান্ত। পাকিস্তানের ক্রিকেট টিম আগামী রবিবার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল, আর তাঁর আগেই দলের ১০ জন প্রথম সারির ক্রিকেটারের শরীরে করোনা ধরা পড়ে। এবার সবথেকে বড় প্রশ্ন হল, পাকিস্তান টিম কীভাবে ইংল্যান্ডের সফরে যাবে?

PCB জানায় যে, তাদের ১৬ জন প্লেয়ারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আবিদ আলী, আসাদ শাফিক, আজাহার আলী, বাবর আজম, ফাহিম আশরফ, ইফতিকার আহমেদ, ইমাম উল হোক, খুরশিদ আলী, মোহম্মদ আব্বাসের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর সাথে সাথে নসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহেইল খান আর ইয়াসির শাহ এর করোনা হয়নি এখনো।

PCB এর সিইও ওয়াসিম খান স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে করোনা ধরা পড়লেও পাকিস্তানি টিম ইংল্যান্ডে যাবেই। ওয়াসিম বলেন, ‘পাকিস্তানের ইংল্যান্ড সফর জারি থাকবে। ২৮ জুন টিম ইংল্যান্ডের জন্য রওনা দেবে। আমরা প্রথমে টেস্ট সিরিজ খেলব, আর যেই সমস্ত প্লেয়ার করোনা মুক্ত তাঁরা ট্রেনিং করার সুযোগ পাবে।”



from India Rag https://ift.tt/3eu6eDd
Bengali News
 

Start typing and press Enter to search