লোকসভা নির্বাচন ২০১৯ এ বাম্পার জয়ের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে যাচ্ছেন। আর সোমবার তিনি নিজের সংসদীয় এলাকা বারাণসীর সফরে যাবেন তিনি। গুজরাটে প্রধানমন্ত্রী মোদী মায়ের আশীর্বাদ নেবেন। স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর এই সফরের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে। ২০১৪ এর জয়ের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে গিয়ে মায়ের সাথে দেখা করতে গেছিলেন।
শনিবার নিজেই টুইট করে এই তথ্য সার্বজনীন করেন প্রধানমন্ত্রী মোদী। উনি লেখেন, ‘কাল বিকেলে গুজরাটে গিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবো। পরশুদিন বারাণসী গিয়ে আমার উপরে বিশ্বাস রাখা জনতাদের ধন্যবাদ জানাব।” আজকের অনুষ্ঠান অনুযায়ী, সন্ধ্যে ৬ঃ২০ নাগাদ প্রধানমন্ত্রী মোদী আহমেদাবাদ এয়ারপোর্টে সর্দার প্যাটেলের প্রতিমায় পুষ্পাঞ্জলি দেবেন। এরপর ৬ঃ৫০ নাগাদ খানপুরে একটি জনসভা করবেন।
২৭ মে প্রধানমন্ত্রী মোদী কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। সেখানে তিনি পূজার্চনা করবেন। প্রস্তুতি খতিয়ে দেখার জন্য বারাণসীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এসএসপি শনিবার বিশ্বনাথ মন্দিরের সফরে গেছিলেন। বিজেপির কাশী ইউনিটের সভাপতি মহেশ চন্দ্র শ্রীবাস্তব বলেন, ‘কাশী বিশ্বনাথ মন্দিরে পুজা করার পর প্রধানমন্ত্রী মোদী লালপুর এরিয়ায় ট্রেড ফ্যাশিলেটেশন সেন্টারে যাবেন। সেখানে তিনি বিজেপির কর্মীদের সম্বোধিত করবেন।”
শনিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী মোদীকে এনডিএ এর সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। নতুন সাংসদ এবং অন্য নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী ৭৫ মিনিট ভাষণ দেন। এরপর এনডিএ এর নেতারা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দকে সমর্থন পত্র তুলে দেন। তারপর প্রধানমন্ত্রী মোদীও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2W11JLk
Bengali News